দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
জাকজমকপূর্ণ পরিবেশে সোমবার আটঘরিয়া উপজেলা সদরে অবস্থিত দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে মশাল দৌড় ও নিত্য সংগীতের মাধ্যমে অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, আটঘরিয়া ব্যান বেইজের সহকারী প্রোগ্রামার দেবব্রত চক্রবর্তী, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহাতাব উদ্দীন, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস মিয়া, সোনালী ব্যাংক ম্যানেজার সাইদুর ইসলাম এবং এবি ব্যাংক ম্যানেজার প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদিনব্যাপী নানা আইটেমের ক্রীড়া প্রতিযোগিতার পর বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সামগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।