হোসেনপুরে মিনি ক্রিকেটে দাপুনিয়া স্পোর্টিং চ্যাম্পিয়ন
প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ডি এস মধ্য পাড়া এলাকাবাসীর উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার শাহেদল ডি এস মাদ্রাসা মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরব স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দাপুনিয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
৫নং শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক বাংলাদেশ জেলা পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রথম শ্রেণীর ঠিকাদার আলহাজ্ব মোঃ শাহাবুউদ্দিন, শাহেদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান জুয়েল, শাহেদল ইউনিয়ন বিএনপির নেতা নূরে আলম ভূইয়া, শাহেদল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার আঃ রউফ, বিএনপির ওয়ার্ড সভাপতি লিটন কারা,গনঅধিকার পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিএনপির নেতা হাবিবুলস্নাহ ডালিম,সাবেক মেম্বার মোঃ সেলিম মিয়া, ওয়ার্ড বিএনপির নেতা মোঃ মিলন মিয়া,সমাজ সেবক মোঃ ফরিদ মিয়া ও অত্র মাদ্রাসার সহ কারী কর্মচারী সাফির উদ্দিন প্রমুখ।