কার্ডিফে বাংলাদেশি সমর্থকদের ঢল

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক বাংলাদেশের সমর্থকদের নিয়ে আগে থেকেই চিন্তায় ছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। শুক্রবারই বাংলাদেশের সমর্থকদের নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি। যেখানেই বাংলাদেশ দল, সেখানেই সমর্থকদের ঢল। ইংল্যান্ড অধিনায়কের শঙ্কাকে বাস্তবে রূপ দিয়ে কার্ডিফের সোফিয়া গার্ডেনে ঢল নামে টাইগার সমর্থকদের। বাংলাদেশের পতাকা, জার্সি, হেড ব্যান্ড, ব্যানার-ফেস্টুন নিয়ে সোফিয়া গার্ডেনের গ্যালারিতে বাংলাদেশের সমর্থকরা। যেন ঢাকার মিরপুর কিংবা চট্টগ্রামের সাগরিকা এলাকা। ওয়েলসের রাজধানী কার্ডিফে এমনিতেই প্রচুর বাংলাদেশির বসবাস। পাশাপাশি বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে লন্ডন, ম্যানচেস্টার, লিভারপুলসহ ইংল্যান্ডের প্রায় প্রতিটি শহর থেকেই সোফিয়া গার্ডেনে ভিড় জমিয়েছেন বাংলাদেশের সমর্থকরা। মাশরাফি-সাকিবদের সমর্থন-উৎসাহ দিতে নিজেদের উজাড় করে দিতেই তাদের এই আয়োজন। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তুমুল লড়াইয়ের পর ২ উইকেটে হেরে গেলেও বাংলাদেশি সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা দেখে অবাক হয়ে গিয়েছিলেন কিউই ব্যাটসম্যান রস টেলর। তার সহজ স্বীকারোক্তিই ছিল, 'আমার তো মনে হচ্ছিল যেন ঢাকা কিংবা চট্টগ্রামে খেলছিলাম ম্যাচটা।' নিজেদের প্রথম ম্যাচও বাংলাদেশ খেলেছিল লন্ডনের দ্য ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচেও ওভালের গ্যালারি পূর্ণ করে দিয়েছিল বাংলাদেশি সমর্থকরা। যেন মিরপুরেই খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা। কার্ডিফের সোফিয়া গার্ডেনেও একই অবস্থা। হাজার হাজার বাংলাদেশি সমর্থক উপস্থিত বাংলাদেশের ক্রিকেটারদের সমর্থন দিতে। শুধু বাংলাদেশিরাই নন, অনেক বিদেশিকেও দেখা গেল বাংলাদেশের জার্সি, হেড ব্যান্ড কিংবা পতাকা নিয়ে মাশরাফিদের উৎসাহ দিতে হাজির কার্ডিফে।