সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গস্নাভস বদলাতেই হচ্ছে ধোনির ক্রীড়া ডেস্ক প্রতীকটির অন্য নাম 'বলিদান ব্যাজ'। ব্যাজটি শুধু ব্যবহার করতে পারেন প্যারা কমান্ডোরা। কিন্তু এবারের বিশ্বকাপে ধোনির গস্নাভসেও দেখা যাচ্ছে সেই ফৌজি চিহ্ন! এ নিয়ে বির্তকের শেষ নেই। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিতর্কিত সেই গস্নাভস নিয়ে মাঠে নেমেছিলেন ভারতীয় এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তারপর থেকেই বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে! খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ধোনির এমন কান্ডে বিরক্ত। এই গস্নাভস বদলাতে কড়া হুশিয়ারি দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দেয় ধোনি 'বলিদান ব্যাজ' নিয়েই নামবেন মাঠে। কিন্তু আইসিসির আসর বলে কথা। এটা ভারতের নিজস্ব কোনো টুর্নামেন্ট নয়। বিসিসিআইয়ের অনুরোধ উড়িয়ে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ধোনি 'বলিদান ব্যাজ' লাগানো গস্নাভস পরতে পারবেন না। আইসিসি এক বিবৃতিতে জানায়, 'ধোনির গস্নাভসে যে চিহ্ন রয়েছে, তা অবশ্যই সরিয়ে দিতে হবে। আইসিসির নিয়মানুযায়ী লোগো ব্যবহার করে কোনো সঙ্কেত দেয়া যাবে না।' আইসিসির এমন প্রতিক্রিয়ার পরই সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআইয়ের পর্যবেক্ষকদের প্রধান বিনোদ রাই জানাচ্ছিলেন, 'দেখুন, ধোনির গস্নাভসে আধা সামরিক বাহিনীর চিহ্নটি রয়েছে ঠিকই কিন্তু 'বলিদান' কথাটি লেখা নেই। এর মানে কোনোভাবেই নিয়ম ভাঙেননি আমাদের উইকেটকিপার।' ভারতীয় বোর্ডের এমন কথায় সন্তুষ্ট নয় আইসিসি। এরপরই তারা নিয়ম মনে করিয়ে দিয়েছে- 'আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেটার তার ক্রিকেটীয় সরঞ্জাম অথবা পোশাকে এমন কিছু ব্যবহার করতে পারবে না যা কোনো রাজনৈতিক, সামরিক বা বাণিজ্যিক অর্থ বহন করছে। কোনো ক্রিকেটার তা না মানলে শাস্তির মুখে পড়বেন।' এমন বিতর্কের ঢেউয়ে বিব্রত খোদ ধোনি। তিনি বোর্ডকে জানিয়েছেন, বিতর্ক বাড়াতে চান না। আইসিসির কথা শুনেই সেই গস্নাভস ব্যবহার করবেন না তিনি। রোববার বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেই নতুন গস্নাভসে দেখা যাবে ধোনিকে! এর আগে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৪০ জনের বেশি আধা সামরিক বাহিনীর সৈন্যর স্মরণেও আন্তর্জাতিক ম্যাচে সামরিক স্টাইলের ক্যাপ নিয়ে মাঠে নামে ভারত। এবারও ধোনির কান্ডে সেই উত্তাপ ছড়ালো। জাম্পাকে তিরস্কার করল আইসিসি ক্রীড়া ডেস্ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় অ্যাডাম জাম্পাকে তিরস্কার করেছে আইসিসি। শুক্রবার অজি লেগস্পিনারকে ভর্ৎসনা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির আচরণবিধির ২.৩ ধারা ভঙ্গ করায় জাম্পাকে তিরস্কার করা হয়। একই সঙ্গে তার ডিসিপিস্ননারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। ঘটনা বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৯তম ওভারের শেষে। ওভার শেষে আম্পায়ারদের উদ্দেশ্য করে আপত্তিজনক কিছু একটা বলেছিলেন জাম্পা। শুক্রবার বিবৃতিতে আইসিসি জানায়, 'জাম্পা দোষ স্বীকার করেছেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।' হাই-ভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের দ্বাদশ আসরে টানা দুই ম্যাচ জেতা অস্ট্রেলিয়া নিজেদের তৃতীয় ম্যাচে রোববার ভারতের মুখোমুখি হবে। তার একদিন পর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।