বাংলাদেশ খারাপ খেলেনি ইংল্যান্ডই ভালো খেলেছে : সাবিনা

নারী ফুটবল আর সাবিনা খাতুন যেন এক মুদ্রার দুই পিঠ। নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক মানেই সাবিনা এটা যেন অলিখিত নিয়মই হয়ে গেছে। শুধু দেশের হয়েই নয়, দেশের বাইরের লিগে খেলে এক মাইলফলকও গেঁথেছেন সাবিনা। দেশের অন্যতম এই ফুটবল তারকারও পছন্দের তালিকায় আছে ক্রিকেট। সুযোগ পেলেই বসে যান বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ দেখতে। আর ম্যাচটা যদি নিজের দেশের হয় তাহলে তো কথাই নেই। শনিবার ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ম্যাচটা হেরে যাওয়ায় কিছুটা হতাশ এই ফুটবলার। তবে তার মতে বাংলাদেশ মোটেই খারাপ খেলেনি বরং ইংল্যান্ডই বেশি ভালো খেলেছে। দৈনিক যায়যায়দিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সাবিনা খাতুন জানালেন বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা। যাযাদি পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি : ক্রিকেট ভালো লাগে? সাবিনা : জি, ভালো লাগে। তবে ওয়ানডে ম্যাচ দেখা হয়। টেস্ট ম্যাচ দেখি না। বিশ্বকাপের ম্যাচগুলো দেখি। যাযাদি : ক্রিকেট খেলা হয়েছে কখনো? এমন কখনো কি মনে হয়েছে ফুটবলার না হয়ে ক্রিকেটার হলেই ভালো হতো? সাবিনা : ক্রিকেট খেলেছি। সেটা যদি মনে হতো তাহলে তো আমি ক্রিকেটারই হতাম। এমনটা কখনো মনে হয়নি। যাযাদি : এবারের বিশ্বকাপে কাকে সাপোর্ট করছেন? সাবিনা : যেখানে নিজের টিম দেশকে রিপ্রেজেন্ট করছে। সেখানে তো অন্য কাউকে সমর্থন দেয়ার প্রশ্নই আসে না। যাযাদি : বাংলাদেশ দলের বিশেষ কারও খেলা কি ভালো লাগে? সাবিনা : বাংলাদেশের অনেক ক্রিকেটারই ভালো খেলেন। কিন্তু দেখা যায় আজ একজনকে পছন্দ করলে কাল সে হয়তো খুব বাজে খেলছে। দুটো ম্যাচ দেখতে বসেছিলাম। দুটোই হেরে গেল (কিছুটা হতাশ সাবিনা)। মুশফিক, সাকিব, সৌম্যর খেলা ভালো লাগে। যাযাদি : ম্যাচ কোথায় দেখা হয়েছে? সাবিনা : বাসায় বসে দেখেছি। গতকালের খেলাটা দেখেছি। এর আগেরটাও দেখা হয়েছে। যাযাদি : দেশের বাইরে কারও খেলা ভালো লাগে? সাবিনা : আমার পার্শ্ববর্তী দেশ ভারতের বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির খেলা দেখি। খুব পছন্দ, ফেবারিট ওইরকম কিছু না। তাদের খেলা দেখি আরকি। যাযাদি : বাংলাদেশের কয়েকটি ম্যাচ দেখেছেন। একজন দর্শক হিসেবে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কোন পর্যন্ত যেতে পারে এবার? সাবিনা : আমার মনে হয় এবার থেকে আগের যে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিয়েছিল সেখানে পারফরমেন্স ভালো ছিল। শনিবারের ম্যাচটা খুবই দুঃখজনক ছিল। বাংলাদেশ যে খারাপ খেলেছে তা কিন্তু নয়। কিন্তু ইংল্যান্ডই বাংলাদেশ থেকে ভালো খেলে ফেলেছে। যাযাদি : আমাদের টিমে কি তাহলে কোনো দুর্বলতা রয়েছে বলে আপনি মনে করেন? সাবিনা : সেটা কোচরা ভালো বলতে পারবেন। তবে আমি একজন জাতীয় দলের ফুটবলার হিসেবে এটুকু বুঝি, একজন খেলোয়াড় যখন খেলে সে তার শতভাগই সেখানে দেয়। কারণ সে সেখানে নিজের দেশের প্রতিনিধিত্ব করে। আমি বুঝি ওই জায়গাটা কেমন। আমার মনে হয় যে শনিবার আমাদের ওপর একটু বেশি চাপ ছিল। তাই ফলাফলটা ভালো হয়নি।