রান বেশি দেয়ার আক্ষেপ মাশরাফির

৩৮৬ রান অনেক বেশি হয়ে গেছে, তাদের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। জেসন রয় একবার উইকেটে সেট হয়ে গেলে তাকে আউট করা খুবই কঠিন। আমরা জানতাম জেসন রয়কে আউট করতে হবে, তাহলেই আমরা ম্যাচে ফিরতে পারতাম। উইকেটে সুবিধা পেতে কখনো কখনো ভাগ্যের প্রয়োজন হয়। কিন্তু ভাগ্য আমাদের ফেবার করেনি

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের কার্ডিফ ছিল বাংলাদেশের জন্য পয়মন্ত ভেনু্য। কিন্তু এই ভেনু্যতে জয় ধরা দেয়নি টাইগারদের। রোববার কার্ডিফের হোটেল ছাড়ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাশে আছেন তামিম ইকবাল, সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার ও আকরাম খান -বিসিবি
কার্ডিফে বাংলাদেশের বড় ব্যবধানে হারে উঠেছে অনেক প্রশ্ন। ১০৬ রানে ইংল্যান্ডের কাছে হার নিয়ে হচ্ছে ময়নাতদন্ত। কার্ডিফে পা রেখে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ দল মাঠে অনুশীলনের সুযোগ পায়নি। আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ায় রীতিমতো সমালোচনা হচ্ছে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, উইকেট দেড়দিন কাভারের নিচে ছিল। যে কারণে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন তিনি। তবে ম্যাচ হারের পেছনে মূল কারণ ছিল, ইংল্যান্ড দল প্রথমে ব্যাট করে অনেক বেশি রান করে ফেলেছিল। যাচ্ছেতাই ফিল্ডিং ও বাজে বোলিংয়ের মাশুল দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে গুনতে হয়েছে ৩৮৬ রান। ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮০ রানে গুটিয়ে যায় মাশরাফিদের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে টস জয়ের পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালায় ইংল্যান্ড। আগে ব্যাট করে এত বড় সংগ্রহ দাঁড় করানোর পরই মূলত নিশ্চিত হয়ে যায় টাইগারদের পরাজয়। ইংল্যান্ডের রান যে অনেক বেশি হয়ে গিয়েছিল সেটিই জানালেন অধিনায়ক মাশরাফি। মাশরাফির মুখে ৫০-৬০ রান বেশি দেয়ার আক্ষেপ উঠে আসে। মাশরাফি জানান, ইংল্যান্ডকে ৩৩০ রানে আটকে রাখতে পারলে গল্পটা অন্যরকম হতে পারত। মাশরাফি বলেন, '৩৮৬ রান অনেক বেশি হয়ে গেছে, তাদের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। জেসন রয় একবার উইকেটে সেট হয়ে গেলে তাকে আউট করা খুবই কঠিন। আমরা জানতাম জেসন রয়কে আউট করতে হবে, তাহলেই আমরা ম্যাচে ফিরতে পারতাম। উইকেটে সুবিধা পেতে কখনো কখনো ভাগ্যের প্রয়োজন হয়। কিন্তু ভাগ্য আমাদের ফেবার করেনি।' তিনি আরও বলেন, 'আমি মনে করি ব্যাটসম্যানদের কাছে ৩৮৭ রান তাড়া করতে চাওয়া অনেক বড় চাহিদা হয়ে যায়। আমরা ইংল্যান্ডের ইনিংসের প্রথম ৪-৫ ওভার শুধু ভালো করেছি। এরপর তারাই পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করল। আমরা জানতাম যে, ম্যাচে ফিরতে হলে জেসন রয়ের উইকেট নিতেই হবে।' বিশ্বসেরা এ অলরাউন্ডার সাকিবের বিষয়ে মাশরাফি বলেন, 'সাকিব আমাদের হয়ে দারুণ ব্যাট করছে। তার বোলিংও দুর্দান্ত। আশা করছি সামনের ম্যাচগুলোতেও সে ভালো করবে।' এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। আগের দুই ম্যাচে ৭৫ ও ৬৪ রান করা সাকিব ইংল্যান্ডের বিপক্ষে করেন ১২১ রান। তিন ম্যাচে ২৬০ রান নিয়ে এবারের বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। বিশ্বকাপের সূচি হওয়ার পর থেকে মাশরাফি বিন মর্তুজা অনেকবারই বলেছেন, প্রথম তিন ম্যাচই বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে, বিশ্বকাপের আগে অধিনায়কদের নিয়ে আইসিসির আয়োজন কিংবা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, বাংলাদেশ অধিনায়ক বারবার মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের শুরুর সূচি বেশ কঠিন। এই কন্ডিশনে অভ্যস্ত ও মানিয়ে নেয়ার মতো তিনটি দল বাংলাদেশের প্রথম তিন ম্যাচের প্রতিপক্ষ-দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। দলের চিন্তা-ভাবনা ছিল সেই বাস্তবতাকে সম্ভাব্য ধরে নিয়েই। প্রথম তিন ম্যাচের চাওয়া ছিল, অন্তত একটি জয়, দুটি পেলে ভালো হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। পরের ম্যাচে দারুণ লড়াই করেও কিউইদের কাছে হেরেছে জয়ের খুব কাছে গিয়ে। তৃতীয় ম্যাচে খুব একটা পাত্তা মেলেনি ইংল্যান্ডের সামনে। সবশেষ ম্যাচের হতাশার পরও তাই বলা যায়, প্রথম তিন ম্যাচ থেকে বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়েছে মোটামুটি। সামনের প্রত্যাশার কথা বললে, প্রত্যাশিত জয়গুলো আদায় করে নেয়ার সত্যিকারের চ্যালেঞ্জ আসছে পরের ধাপ থেকে। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মাশরাফি বলেন, 'এখনো ছয়টি ম্যাচ আছে, আশা করি ছেলেরা নিজেদের কাজ ঠিকমত করে ঘুরে দাঁড়াবে। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের।'