চার সপ্তাহ মাঠের বাইরে নেইমার

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইনজুরির কারণে কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়া ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে তার ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জামেই (পিএসজি)। কাতারের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের সপ্তদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। পরে দেশটির ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের কোপা আমেরিকায় খেলা হচ্ছে না। আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ আসর। নেইমারের চোট নিয়ে শনিবার পিএসজি এক বিবৃতিতে জানায়, ক্লাবের দুই ডাক্তার অস্ত্রোপচার ছাড়া নেইমারের ডান গোড়ালির গাঁটের চোট পাওয়া লিগামেন্টের চিকিৎসা করেন। চার সপ্তাহের মধ্যে নেইমার মাঠে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।