'৯২ বিশ্বকাপের পথেই হাঁটছে পাকিস্তান!

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দ্বাদশ বিশ্বকাপে ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল পাকিস্তানকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে 'ফেভারিট' ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ফিরেছে সরফরাজ আহমেদের দল। আর শুক্রবার ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়ায় মিকি আর্থারের শিষ্যদের 'চ্যাম্পিয়ান লাক' কাজ করছে বলে মনে করেছে পাক সমর্থকরা! কারণ ১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের পাকিস্তানের প্রথম তিন ম্যাচের ফলাফলও ছিল একই রকম। এখন পর্যন্ত তিনটি আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। কিন্তু মেগা ওই ইভেন্টের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছিল দলটি। ১৯৯২ বিশ্বকাপের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হেরেছিল পাকিস্তান। তবে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইমরানের পাকিস্তান। ২০০৯ টি২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছিল পাকিস্তান। এরপর ২০১৭ ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে ১২৪ রানে হেরেছিল। এদিকে ১৯৯২ বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানের প্রথম ম্যাচে লজ্জাজনক হার ও দ্বিতীয় ম্যাচে জয় এবং তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার মধ্যে বিশ্বচ্যাম্পিয়নের ভাগ্য লুকিয়ে রয়েছে বল মনে করছেন 'মেন ইন গ্রিন' ভক্তরা।