আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মিরাজ
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ৫ দিন। যাকে উপলক্ষ করে একাদশ বিপিএল আসর শেষ হতেই বাংলাদেশের ক্রিকেটাররা মাঠের প্রস্তুতিতে নেমে পড়েন। তাদের অনুশীলন শেষ হয়েছে বুধবার। গতকাল বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টুর্নামেন্টটির জন মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের সহ-অধিনায়ক করা হয়েছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রম্নয়ারি। পরদিন (২০ ফেব্রম্নয়ারি) দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে নাজমুল হোসেন শান্ত'র দল। যার জন্য বাংলাদেশ দল বৃহস্পতিবার রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা আছে। তার আগেই সন্ধ্যায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্ত'র নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে বাংলাদেশ। তারই সহযোগী হিসেবে থাকবেন মিরাজ। ২৭ বছর বয়সি এই তারকা অলরাউন্ডার এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে ১০৩টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরির কারণে শান্ত'র অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন মেহেদী মিরাজ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউলস্নাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।