বিশ্বকাপেও সৌদি আরবে নিষিদ্ধ থাকবে মদ

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সবশেষ বিশ্বকাপ হয়েছিল মুসলিম দেশ কাতারে। ২০২২ সালের আসরে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রি। তবে ২০৩৪ সালে সৌদি আরব বিশ্বকাপে কোনোভাবেই মদপানের অনুমতি দেওয়া হবে না। যুক্তরাজ্যের সৌদি অ্যাম্বাসেডর এমন তথ্য দিয়েছেন। এলবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ জানান, টুর্নামেন্ট চলাকালে কোথাও মদ বিক্রি হবে না, এমনকি হোটেলেও। প্রিন্স খালিদ বলেছেন, 'এই মুহূর্তে আমরা কোনোভাবে মদ অনুমোদন দিবো না। মদ ছাড়াও অনেক মজা করা যায়। এটা শতভাগ অপরিহার্য বিষয় নয়। আপনি যদি চলে গিয়ে পান করেন, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা কোনো মদ রাখবো না।'