ব্রাইটনের মাঠে আবার হারল চেলসি

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এক সপ্তাহের ব্যবধানে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে হার দেখল চেলসি। শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে কাওরু মিতোমার চমৎকার গোল ও ইয়ানকুবা মিনতেহর জোড়ায় বস্নম্নদের উড়িয়ে দিয়েছে তারা। এদিন সিগালদের জয় এসেছে ৩-০ গোলের বড় ব্যাবধানে। এক সপ্তাহ আগে এই আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছিল চেলসি। নিকোলাস জ্যাকসন ও মার্ক গুইয়ুর ইনজুরির পরও বল দখলে আধিপত্য দেখিয়েছে চেলসি। কিন্তু লক্ষ্যে কোনও শটই রাখতে পারেনি! এই হারে তারা ৪৩ পয়েন্ট নিয়ে চারেই আছে। ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ব্রাইটন। স্বাগতিক কিপার বার্ট ভারব্রম্নগেনের লম্বা কিকে পাঠানো বল মাঝমাঠের খানিকটা উপরে পেয়ে ডান পা দিয়ে নিয়ন্ত্রণে নেন মিতোমা। জাপানিজ ফরোয়ার্ড তারপর কাট করে বক্সে ঢুকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। তিন মিনিট পর দুই গোলে পিছিয়ে পড়ে চেলসি।