চার মাস পর কোর্টে ফিরছেন শারাপোভা

প্রকাশ | ১২ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মারিয়া শারাপোভা
কাঁধের ইনজুরির যন্ত্রণা সইতে না পেরে চিকিৎসকদের ছুরি-কাঁচির নিচে গিয়ে ছিলেন মারিয়া শারাপোভা। যে কারণে চার মাস ধরে কোর্টের বাইরে ছিলেন এ রুশ সুন্দরী। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে অবশেষে ডবিস্নউটিএ টু্যরে ফিরছেন সাবেক এ নাম্বার ওয়ান। অস্ত্রোপচারের কারণে ক্লে-কোর্ট মৌসুমের পুরোটা মিস করেন রাশিয়ান এ গস্ন্যামার গার্ল। খেলেননি একটি ম্যাচও। তবে ওয়াইল্ডকার্ড নিয়ে এখন খেলবেন মায়োর্কা ওপেনে। খেলার সুযোগ পেয়ে যারপরনাই খুশি শারাপোভা। টুর্নামেন্টের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৩২ বছরে এ মেগাস্টার বলেন, 'টুর্নামেন্টে খেলার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানাই।' শারাপোভার প্রতিদ্বন্দ্বী হিসেবে এ আসরে খেলতে যাচ্ছেন ডিফেন্ডিং উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কারবার। খেলবেন অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। জানুয়ারিতে সেন্ট পিটার্সবার্গে লেডিস ট্রফির দ্বিতীয় রাউন্ড থেকে নিজেকে প্রত্যাহার করেন শারাপোভা। এরপর আরর্ যাকেট হাতে কোর্টেই নামেননি। ১৭ জুন থেকে কোর্টে গড়াতে যাচ্ছে মায়োর্কা ওপেন। জুলাইয়ে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের আগে ঘাসের কোর্টের টুর্নামেন্টগুলোর অন্যতম এটি।