ভারতকে থামাতে ফার্গুসনের পরামর্শ

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচে প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইন আপের ছন্দপতন ঘটাতে কৌশল খুঁজছে কিউইরা। আর তাই সাফল্য পেতে দ্রম্নত ভারতের কয়েকটি উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করতে হবে মনে করেন লুকি ফার্গুসন। তাহলে ভারতকে শুরুতেই বিপদে ফেলা যাবে বলে জানান তিনি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে শীর্ষ বোলার ফার্গুসন। আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের আগের ম্যাচে ৩৭ রানে ৪ উইকেট নেয়া এই পেসার বলেছেন, 'তারা প্রমাণ করেছে যে অনেক ধৈর্য নিয়ে খেলছে। আমরাও উইকেট নেয়ার জন্যই খেলছি, মাঝেমধ্যে হয়তো অনেক রান দিচ্ছি। আমি মনে করি দ্রম্নত উইকেট নেয়া হবে ভারতের (হারাতে) বিপক্ষে মূল অস্ত্র। যদি সেটা না হয় তাহলে ডট বল দিয়ে আমাদের প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে হবে।' ভারতের বিপক্ষে তিন ম্যাচ খেলে ফার্গুসন গড়ে ৫৯.৬৭ রান দিয়েছেন, উইকেট নিয়েছেন তিনটি। তবে তার ক্যারিয়ার গড় ২৬.০৯। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের লাগাম টেনে ধরাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কিউই এই পেসার, 'তারা বিশ্ব মানের খেলোয়াড়। তাদের আপনি ধ্বংস করতে পারবেন না। কিন্তু আপনি যদি চাপ তৈরি করতে পারেন এবং এরপর কিছুটা সুযোগ পাওয়া যায়, সেটা হতে পারে উইকেট নিয়ে।' ভারতের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই ফার্গুসনের। তবে নিরপেক্ষ ভেনু্যতে তাদের বিপক্ষে দারুণ লড়াইয়ের আভাস দিচ্ছেন কিউই এই পেসার, 'অবশ্যই তারা দারুণ খেলছে এবং এই প্রতিযোগিতায় তারা অন্যতম সেরা দল। কিন্তু আমরা ইংল্যান্ডে তাদের বিপক্ষে খেলার সুযোগের অপেক্ষায় রয়েছি, অনেক দিন ইংল্যান্ডে ভারতের বিপক্ষে লড়াই করিনি আমরা। বলতে পারি ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি দারুণ উপভোগ্য হবে। যে ম্যাচে যে দল কম ভুল করবে তারাই দিন-শেষে জয় নিয়ে মাঠ ছাড়বে। আর তাই ভারতের বিপক্ষে আমাদের শুরু থেকেই সতর্কতার সঙ্গে খেলতে হবে।'