দলবদলের পরদিনই নিজেকে সরিয়ে নিলেন সাকিব

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নাম লিখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। 'ঘরের ছেলে ঘরে ফিরছে', সাকিব আল হাসানের নাম নিবন্ধন করে বলেছিলেন উচ্ছ্বসিত লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে বদলে গেল দৃশ্যপট। চমকের জন্ম দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরদিন নিজ থেকেই নাম সরিয়ে নেওয়ার অনুরোধ করলেন অভিজ্ঞ অলরাউন্ডার। দেশের ক্রিকেটে তার ফেরার সম্ভাবনাও শেষ হয়ে গেল আপাতত। রোববার বিকেলে দলবদল প্রক্রিয়ার সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে লেজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন,' আপনারা জানেন, সাকিব আল হাসানকে খেলানোর জন্য আমরা দলবদল করেছিলাম। কিন্তু আজ সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখতে। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে, তার আবেদনটা আমাদের ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক দলবদলের প্রথম দিন শনিবার বিকেলে সাকিবকে দলে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে রূপগঞ্জ। সশরীরে উপস্থিত থাকতে না পারায় অনলাইনে সম্পন্ন হয় সাকিবের দলবদল প্রক্রিয়া। গত আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব। সেবার ব্যাট হাতে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৬ ম্যাচে ২৬২ রান ও বোলিংয়ে ৯ উইকেট নেন এই অলরাউন্ডার। গত অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরেই থাকতে হচ্ছে সাকিবকে। জাতীয় দলের হয়ে খেলার জন্যও দেশে ফিরতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওনা হলেও নিরাপত্তা শঙ্কায় দুবাই থেকে ফিরে যেতে হয় তাকে। শেখ হাসিনা সরকারের পতনের পর হত্যা মামলাসহ একাধিক মামলায় দেওয়া হয় সাকিবের নাম। চেক প্রতারণার মামলায় গত মাসে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় তার বিরুদ্ধে। তাই তার দেশে ফেরার অনিশ্চয়তা রয়ে গেছে প্রবলভাবে। এসব বিষয় মাথায় রেখেই সাকিবকে দলে নিয়েছিল রূপগঞ্জ। দলের কর্ণধার শনিবার বলেছিলেন, তিনি শতভাগ আশাবাদী যে সাকিবকে তারা পাবেন। দ্রম্নতই সেই আশায় গুঁড়েবালি। অবশ্য লিগের মাঝপথে কোনো সম্ভাবনা তৈরি হলে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রুপগরেঞ্জর কর্মকর্তা তারিকুল,' সাকিব আমাদেরকে বলেছেন, যখনই দেশে আসতে পারেন... আপনারা জানেন, তিনি বর্তমানে দেশে আসতে পারছেন না। দেশে যখন আসতে পারবেন, আমরা চেষ্টা করব, গতবার তিনি যে দলে ছিলেন, সেই দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি যদি আমাদের দলে তখন খেলতে চান, তাকে আমরা লেজেন্ডস অব রূপগঞ্জে দলভুক্ত করব।' প্রিমিয়ার লিগের দুই দিন ব্যাপী দলবদলের অনুষ্ঠানে দেড়শর বেশি ক্রিকেটার নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ মার্চ শুরু হবে এবারের লিগ।