বাংলাদেশ আমাদের হারাতে পারবে না :স্যান্টনার

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
'নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি' ভারত ম্যাচের আগে এই কথা বলেছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোহিত শর্মা সেই কথার গুরুত্ব না দিলেও শান্তর কথাকে গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে নিজেদেরকেই এগিয়ে রেখেছেন তিনি। আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানকে হারানো কিউইরা। এর আগে রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। টাইগারদের নিয়ে তিনি বলেন, আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। তবে আশা করি আমাদের পারবে না। তবে বাংলাদেশের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন স্যান্টনার। তার ভাষ্য, তারা এখন খুবই ভালো দল। স্পিনের পাশাপাশি পেসেও ভালো করছে। তাসকিন দীর্ঘদিন ধরে ভালো করছে। আমরা জানি ফিজ কত ভালো হতে পারে। রানা খুব দ্রম্নত বল করে। আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি। তারাও আমাদের চেনে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব। ম্যাচের উইকেট নিয়ে স্যান্টনার বলেন, বাংলাদেশকে নিয়ে কিছু পরিকল্পনা তো আছেই। তবে আমাদের আগে দেখতে হবে উইকেট কেমন আচরণ করছে। করাচিতে উইকেট ফ্ল্যাট ছিল। বাংলাদেশের লাইনআপে বিধ্বংসী কয়েকজন ব্যাটার আছে। রাওয়ালপিন্ডি হাই স্কোরিং গ্রাউন্ড। স্যান্টনার বলেন, 'আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে। সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদী মিরাজ আছে, মাহমুদউলস্নাহও কিছু ভালো ওভার করতে পারে।