জয়ে ফিরেছে ফ্রান্স, জার্মানির গোল উৎসব

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইউরোর বাছাইয়ে মঙ্গলবার এস্তোনিয়ার জালে গোল উৎসব করেছে জার্মানি। টিনো ভেরনার গোল করায় তাকে অভিনন্দনে সিক্ত করছেন জিনারি-রয়েসরা -ওয়েবসাইট
গোল উৎসবের মৌসুম চলছে এখন ফুটবলে। কিছুদিন আগে ইউরোর বাছাইয়ে ৯ গোলে সানমারিনোকে বিধ্বস্ত করেছিল রাশিয়া। ইউরো বাছাই পর্বে সেই ধারাবাহিকতা ধরে রাখল জার্মানিও। মঙ্গলবার রাতে এস্তোনিয়াকে ৮-০ গোলে উড়িয়ে আরেকটি গোল উৎসবের ম্যাচ উপহার দিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে আগের ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরেছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। অ্যান্ডোরার মাঠে প্রথমার্ধে তিন গোল করা ফ্রান্স জিতেছে ৪-০ গোলে। রাতের আরেক ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ইতালি। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ঘরের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়া ইতালি ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধের দুই গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফিনল্যান্ডকে হারিয়ে বাছাই শুরু করা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে লিখটেনস্টাইনকে ৬-০ গোলে হারিয়েছিল। আর গত রাউন্ডে গ্রিসের মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা। 'আই' গ্রম্নপে টানা চতুর্থ জয় পেয়েছে বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তাদের আরেক গোলদাতা কেভিন ডি ব্রম্নইন। জিতেই চলেছে জার্মানি মাইন্সের ওপেল অ্যারেনায় 'সি' গ্রম্নপের ম্যাচে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠায় জার্মানি। দশম মিনিটে ছয় গজ দূরে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে নেন মার্কো রয়েস। সাত মিনিট পর সের্গে জিনাব্রির গোলের পর ২২তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়ান লেয়ন গোরেটস্কা। ২৬তম মিনিটে ইলকাই গিনদোয়ানের সফল স্পট কিকের ১০ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড রয়েস। ৬২তম মিনিটে টোকা দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার জিনাব্রি। দলটির শেষ দুটি গোল করেন টিমো ভেরনার ও লেরয় সানে। গ্রম্নপের আরেক ম্যাচে বেলারুশের মাঠে মাঠে ১-০ গোলে জিতেছে নর্দার্ন আয়ারল্যান্ড। জয়ের ধারায় ফিরেছে ফ্রান্স 'এইচ' গ্রম্নপে ফিফার্ যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা অ্যান্ডোরার মাঠে একাদশ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৩০তম মিনিটে বেন ইয়েদের ব্যবধান দ্বিগুণ করার পর বিরতির ঠিক আগে দলের তৃতীয় গোলটি করেন ফ্লোরিয়ান থাউভিন। ৬০তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জুমা। গ্রম্নপের অন্য ম্যাচে আইসল্যান্ড ২-১ গোলে তুরস্ককে এবং আলবেনিয়া ২-০ গোলে মলডোভাকে হারিয়েছে। ঘুরে দাঁড়িয়েছে ইতালি জুভেন্টাস স্টেডিয়ামে ৩২তম মিনিটে এদিন জেকোর গোলে পিছিয়ে পড়া ইতালি দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের জোরালো শটে খেলায় সমতায় ফেরে। আর ৮৬তম মিনিটে মার্কো ভেরাত্তির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 'জে' গ্রম্নপে রাতের অন্য ম্যাচে ফিনল্যান্ড ২-০ গোলে লিখটেনস্টাইনকে এবং আর্মেনিয়া ৩-২ গোলে গ্রিসকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।