দুই ম্যাচে প্রায় ৫৭ ওভার ডট খেলেছে বাংলাদেশ!

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিকেট লিগকে সামনে রেখে অনুশীলন করছেন আবাহনীর খেলোয়াড়রা -ওয়েবসাইট
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গ্রম্নপ পর্বে ২ ম্যাচ খেলে দুটিতেই হেরেছে শান্তবাহিনী। ভারতের পর নিউজিল্যান্ডের সঙ্গেও গড়তে পারেনি ন্যূনতম লড়াই। ব্যাটাররা দিয়েছে ব্যর্থতার চূড়ান্ত পরিচয়। ওয়ানডে ক্রিকেট ৫০ ওভারের ম্যাচ। ২ ম্যাচে বাংলাদেশ খেলেছে ৯৯.৪ ওভার। কিউইদের বিপক্ষে পুরো ৫০ ওভার খেলতে পারলেও ভারতের সঙ্গে অলআউট হয় ৪৯.৪ ওভারে। আর এই দুই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটাররা খেলেছেন অসংখ্য ডট বল। বলের হিসেবে ৩৪০ বল। ওভার ধরলে মোট ৫৬.৪ ওভার ডট বল খেলেন বাংলার ব্যাটাররা। সংবাদ সংস্থা বাসস এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের বিপক্ষে প্রথমে ম্যাচে আগে ব্যাট করে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সেই ম্যাচে ১৫৯টি ডট বল খেলেছিল বাংলাদেশ। মানে ২৬.৩ ওভারে কোনো রানই নেননি ব্যাটাররা। পরের ম্যাচের চিত্র আরও ভয়াবহ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। এর মধ্যে ডট বল ১৮১টি। মানে ৩০.১ ওভার! ক্রিকেটে চার ছক্কার পাশাপাশি দৌড়ে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। দলের রানের চাকা সচল রাখে এটি। রানরেট ঠিক রেখে শেষ দিকে প্রতিপক্ষের ওপর চড়াও হতে দৌড়ে রান নেওয়ার বিকল্প নেই। পাকিস্তানের বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে যেমন বিরাট কোহলি ১০০ করেছেন। শতরান করা ইনিংসটিতে মোটে ৭টি চার মারেন কোহলি। অর্থাৎ, ২৮ রান আসে বাউন্ডারি থেকে, বাকি ৭২ রান দৌড়ে।