বিশ্ব দাবায় মননের ড্র

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। মঙ্গলবার মন্টেনেগ্রোর পেত্রোভাকে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে স্পেনের হুনকোসা পাদ্রোসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছেন দেশের অন্যতম সর্বকনিষ্ঠ এই দাবাড়ু। পাদ্রোসের রেটিং ২০৮৮। মননের রেটিং ২৪৩১। সব দিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার এই ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে টেবিলে বসে শেষ পর্যন্ত ড্র করেন। বাংলাদেশের আরেক দাবাড়ু ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২৩) ওয়াকওভার পেয়েছেন প্রথম রাউন্ডে। স্বাগতিক মন্টেনেগ্রোর নন-রেটেড দাবাড়ু ৯ বছর বয়সী রোদাভিচ রেলজা খেলতেই আসেননি। তাই পুরো পয়েন্ট নিয়েই শুরু করলেন তাহসিন।