চার ম্যাচ নিষিদ্ধ মরিনহো

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফেনারবাখ কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। ইস্তানবুল প্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারেইর মাঠে ম্যাচ শেষে তুর্কি রেফারিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার শাস্তি পেলেন পর্তুগিজ কোচ। সোমবার সুপার লিগে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে ম্যাচ অফিসিয়ালদের সমালোচনা করেছিলেন মরিনহো। ৬২ বছর বয়সি পর্তুগিজকে ১৬ লাখ ১৭ হাজার তুর্কি লিরা জরিমানা করা হয়েছে। ফেডারেশন জানিয়েছে, মরিনহোর মন্তব্য ক্রীড়া নৈতিকতা লংঘন করেছে। এছাড়া সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরিতে উস্কানি দেওয়ার মতো। বিদেশি রেফারিকে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেছিল দুই ক্লাব। সোমবারের ম্যাচে রেফারি ছিলেন স্স্নোভেনিয়ান স্স্নাভকো ভিনচিচ। ম্যাচ শেষে রেফারির প্রশংসা করেন মরিনহো। তিনি যে তুরস্কের কেউ নেই, সেই বিষয়টিতে আলোকপাত করে বলেন, 'রেফারির পারফরম্যান্স ছিল সেরা। যে কেউ, শুধু এই দেশ থেকে নয়, বিদেশ থেকেও এই বড় ম্যাচ দেখছিল, কারণ ছিলেন রেফারি।' ম্যাচের শুরুতেই ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইউসুফ আকিচেককে নিয়ে এক ঘটনার প্রেক্ষিতে মরিনহো বললেন, 'আবারও রেফারিকে ধন্যবাদ জানাই। কারণ তুর্কি রেফারি হলে ওমন বড় ডাইভ দেওয়ার পর ও প্রথম মিনিটে যা হলো এবং তাদের বেঞ্চের দিকে তাকালে মনে হচ্ছিল, বাচ্চাদের কাঁধে চড়ে যেন বানর লাফাচ্ছে। একজন তুর্কি রেফারি (আকিচেককে) প্রথম মিনিটে হলুদ কার্ড দিতো, পাঁচ মিনিট পর হয়তো আমাকে তার বদলি নামাতে হতো।'