সেপ্টেম্বরে এশিয়া কাপ, থাকছে ভারত-পাকিস্তান লড়াই!

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এই বছরের শেষ দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে আরও তিন ম্যাচ হওয়ার সম্ভাবনা। খুব সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রাথমিক সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে। এবার মহাদেশীয় টুর্নামেন্ট হবে টি২০ ফরম্যাটে। সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে হবে ১৯টি ম্যাচ। প্রতিযোগিতাটি আসলে ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান লড়াই সামনে রেখে এসিসি নিরপেক্ষ ভেনু্যতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ভেনু্য এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু এসিসি কর্তৃপক্ষ আমিরাতের পাশাপাশি শ্রীলংকার কথাও ভাবছে। তবে বিসিসিআইয়ের কাছেই থাকবে আয়োজকের মর্যাদা। সম্প্রতি এশিয়ার ক্রিকেট সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী বিসিসিআই কিংবা পিসিবির কোনও প্রতিযোগিতার আয়োজক হলে সেটি মঞ্চস্থ হবে নিরপেক্ষ ভেনু্যতে। তাদের ওয়েবসাইটে সেটি পরিষ্কার করে বলা আছে। ভারত ও পাকিস্তান একে অন্যের দেশে যেতে নারাজির কারণে তৈরি হওয়া বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারত রাজি না থাকায় তাদের সবগুলো ম্যাচ আমিরাতে আয়োজন করা হচ্ছে। আগামী টি২০ বিশ্বকাপেও একই সুবিধা পাবে পাকিস্তান। গত আসরের মতো এবারও আট দল দুটি গ্রম্নপে ভাগ হয়ে খেলবে। ভারত ও পাকিস্তান নিঃসন্দেহে একই গ্রম্নপে থাকবে। গ্রম্নপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার ফোরে, সেখান থেকে প্রথম দুটি দল যাবে ফাইনালে। এই ফরম্যাট অনুযায়ী সব কিছু ঠিক থাকলে গ্রম্নপে ভারত-পাকিস্তান ম্যাচের পর সুপার ফোর ও ফাইনালেও তাদের দেখা হতে পারে।