'বলির পাঁঠা বানানো হচ্ছে বাটলারকে'

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তুলনামূলক খর্ব শক্তির আফগানদের কাছে হারায় জস বাটলারের নেতৃত্বের সমালোচনা করছেন অনেকেই। তবে মাইকেল ভন মনে করেন, ইংলিশদের বাজে পারফরম্যান্সের জন্য ্তুবলির পাঁঠা্থ বানানো হচ্ছে বাটলারকে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তারা। এরপর আফগানিস্তানের বিপক্ষে আট রানে হারে ইংলিশরা। শুধু এবারের আসর নয়, বাটলারের অধিনায়কত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রম্নপ পর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড। সেই আসরেও আফগানিস্তানের কাছে হেরেছিল ইংল্যান্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশরা সেমি-ফাইনালে উঠলেও, সেখানে বাজেভাবে হেরে বিদায় নেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দা টেলিগ্রাফ'-এ ভন লিখেছেন, 'যেহেতু সে (বাটলার) টানা তিনটি আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার অংশ, জস বাটলার অধিনায়ক হিসেবে টিকে থাকতে পারবে না। ৫০ ওভারের বিশ্বকাপটি (ইংল্যান্ডের জন্য) অনেক কারণেই পুরোপুরি ব্যর্থ ছিল, তারপর ক্যারিবিয়ানে টি২০ (বিশ্বকাপও) ছিল কঠিন, ম্যাথু মটকে তার চাকরি হারাতে হয়েছিল।'