ভারতের বিপক্ষে ফিরছেন মিচেল
প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে অসুস্থতায় খেলতে পারেননি ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে ফিট হয়ে ফিরতে যাচ্ছেন তারকা এই ব্যাটার। গ্রম্নপ 'এ' থেকে বস্ন্যাক ক্যাপস ও ভারত দুই দলই অপরাজিত। নিশ্চিত হয়েছে সেমিফাইনালও। এখন গ্রম্নপ সেরা হওয়ার লড়াইয়ে দুবাইয়ে মাঠে নামবে তারা।
নিজের ফিটনেস নিয়ে মিচেল ম্যাচের আগে বলেছেন, 'সর্বশেষ ম্যাচ মিস করা অবশ্যই হতাশাজনক। শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফিরতে পেরে, অনুশীলনে ফিরে ভালো লাগছে। এখন পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।'
কনকাশন জনিত জটিলতা থেকে ফেরা রাচিন রবীন্দ্র বাংলাদেশের বিপক্ষে মিচেলের জায়গায় ব্যাটিং করেছিলেন। তার দুর্দান্ত ১১২ রানে ইনিংসে ভর করেই শেষ চারে নাম লিখিয়েছে কিউই দল।
এদিকে, নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড ইঙ্গিত দিয়েছেন, ভারত ম্যাচে চোটগ্রস্ত খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন তিনি।