দেশসেরা বাঁহাতি ওপেনার তামিম ইকবালের সঙ্গে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস -ওয়েবসাইট
অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে দল খুঁজে পেলেন লিটন কুমার দাস। লিগ শুরুর এক দিন আগে রোববার নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এবারের দলবদলের নির্ধারিত সময়ে কোনো ক্লাব না পাওয়া লিটন শেষ পর্যন্ত খেলতে যাচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবে।
গত মৌসুমে আবাহনীতে খেলা লিটন এবার দল বদল করতে টোকেন তুলে রেখেছিলেন। তবে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সে সময়ে ক্লাব পাননি লিটন। প্রিমিয়ার লিগ শুরুর এক দিন আগে জানা গেল, লিটনের ঠিকানা হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে দূর হলো অনিশ্চয়তা। আবাহনী লিমিটেড ছেড়ে এবার গুলশান ক্রিকেট ক্লাবে খেলবেন লিটন কুমার দাস। তবে মুস্তাফিজুর রহমানের দল এখনো চূড়ান্ত হয়নি।
প্রথম বিভাগ থেকে উন্নীত হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা গুলশানে বিনিয়োগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার তিনিই জানিয়েছেন লিটনকে দলে নেওয়ার খবর। আজ সোমবার শুরু হতে যাওয়া লিগে তামিম নেতৃত্ব দেবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
মিরপুরে একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে লিটনের দল পাওয়ার খবর জানালের তিনি,' লিটন দাস দল পেয়েছে। সে গুলশানে (গুলশান ক্রিকেট ক্লাব) খেলবে। মুস্তাফিজেরটা জানি না। খুবই দুর্ভাগ্যজনক। যদি এমন (দল না পাওয়া) হয়ে থাকে। কারণ তারা জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটার। তাদের অবশ্যই প্রিমিয়ার লিগ খেলা উচিত।'
রাজনৈতিক পটপরিবর্তনের পর আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেনের মতো কয়েকজন বাদে দলের বেশিরভাগ ক্রিকেটার খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা।
সেই তালিকায় আছেন লিটনও। গত ২২-২৩ ফেব্রম্নয়ারি লিগের দলবদলের সময় আবাহনী থেকে ছাড়পত্রের আবেদন করে দল বদলানোর টোকেন নিয়েছিলেন লিটন। কিন্তু কোনো দল চূড়ান্ত না হওয়ায় তখন সেই টোকেন জমা দেননি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া ওপেনার। লেজেন্ডস অব রুপগঞ্জের সঙ্গে আলোচনা কিছুটা এগোলেও পরে তা বাদ হয়ে যায় পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায়।
শেষ মুহূর্তে নতুন দলে নাম লেখালেন তিনি। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সোমবার লিগের উদ্বোধনী দিনে তামিমদেরই মুখোমুখি হবেন লিটনরা। লিটনের দল চূড়ান্ত হলেও অনিশ্চয়তা কাটেনি মুস্তাফিজকে ঘিরে। গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলা বাহাঁতি পেসার এবার অনলাইনে দলবদলের টোকেন নিয়েছেন। তবে নতুন কোনো দলের হয়ে এখনও সেই টোকেন জমা দেননি।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পরামর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, মুস্তাফিজের সঙ্গে তাদের সব কিছু চুকে গেছে। নতুন দলে খেলতে কোনো বাধা নেই বাঁহাতি পেসারের।
গুঞ্জন ছিল, ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিতে পারেন মুস্তাফিজ। তবে দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ উড়িয়ে দিলেন এমন সম্ভাবনা। তিনি বলেন,' আমাদের দল এখন পর্যন্ত গোছানোই আছে। নতুন কাউকে নেওয়ার কোনো আলোচনা নেই আপাতত। মুস্তাফিজুর রহমান মোহামেডানে খেলবে, এমন কোনো তথ্য জানা নেই আমার।"
শিগগিরই ঠিকানা খুঁজে পাবেন মুস্তাফিজ। এমনটাই প্রত্যাশা তামিমের,' একটা জিনিস মনে রাখতে হবে, তারা দেশের সেরা ক্রিকেটার। তারা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবে না, এটা হতে পারে না। মুস্তাফিজুর রহমান অনেক বছর ধরে বাংলাদেশের সেরা পারফর্মার। লিটনও একই।'
'আমার কাছে সুযোগ ছিল। মিজান (ফরচুন বরিশাল ও গুলশান ক্রিকেটর ক্লাবের কর্মকর্তা মিজানুর রহমান) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। সুযোগ থাকায় আমরা নিতে পেরেছি। আমরা ভাগ্যবান। গুলশানের জন্যও ভালো যে, লিটনের মতো ক্রিকেটার খেলবে। দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। তারা লিটনের সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পারবে। আশা করি, মুস্তাফিজের জন্যও কোনো দল এগিয়ে আসবে।' তিনি আরও যোগ করেন।
সিসিডিএম সূত্রে জানা গেছে, নতুন দল চূড়ান্ত হলে নিবন্ধন করে যে কোনো সময় মাঠে নামতে পারবেন মুস্তাফিজ।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আরও কিছু দিন ঘরোয়া ক্রিকেট খেলবেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটে খেলা অবস্থায় সংগঠক হিসেবে নিজেকে প্রস্তুত করার চেষ্টাতে আছেন দেশসেরা এই ওপেনার। ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ায় বেশ খানিকটা এগিয়ে গেছেন। ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তিনি। যদিও তামিম ক্লাব কেনার বিষয়টি অস্বীকার করেছেন।
জানিয়েছেন ক্লাবের মালিক নন তিনি, কেবল গুলশান ক্লাবকে স্পন্সরের ব্যবস্থা করে দিয়েছেন। সেই অর্থেও তামিমকে বিনিয়োগকারী বলা যায়, গুলশান ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া তামিম নিজে খেলবেন মোহামেডান ক্লাবে। তাও আবার অধিনায়ক হিসেবে। স্বাভাবিক ভাবেই 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' হওয়ার কথা। কিন্তু তামিম কোনও প্রকার 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' দেখছেন না। আজ থেকে সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও একই সংস্কৃতির দেখা মিলছে। তামিম মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। আবার একই লিগে গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নেও আছেন তিনি। এটা স্বার্থের সংঘাত কি না এমন প্রশ্নের উত্তরে শুরুতেই তামিম বলেছেন, 'আমি কিন্তু গুলশান ক্লাবের মালিক না, জিনিসটা হলো আমি দলের সঙ্গে আছি এমনটা বলেছি, কিন্তু মালিক সেটা বলিনি।'