ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ফুটবল কোচ কাবরেরা

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন বছরে বাংলাদেশ ফুটবল দলের ব্যস্ততা। চলতি মাসে ভারতের শিলংয়ে মুখোমুখি হবে দুদল। বহুল প্রতীক্ষিত সেই ম্যাচকে সামনে রেখে ঢাকায় চলছে চারদিনের প্রস্তুতি। ম্যাচটি নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচটি নিয়ে কাবরেরা বলেন, "আমরা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত এবং রোমাঞ্চিত। খুবই বিশেষ একটি ম্যাচ, এখানে আমি এসে তিন বছর হয়ে গেছে, সম্ভবত এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিয়ে সত্যিই উজ্জীবিত এবং আমি মনে করি ক্যাম্পের সেরাটা পেতে পর্যাপ্ত সময়ে আমরা সঠিক প্রস্তুতি নিতে যাচ্ছি। আমরা এই চার দিনে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বেশকিছু বিষয় নিয়ে কাজ করছি। নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে, সেই মোতাবেক কাজ করতে চাই। তরুণ কিছু ফুটবলার দলে রয়েছে, তারা কেমন করে সেই দিকেও নজর রাখছি।''