ভারত-পাকিস্তান ম্যাচ

আমিরকে নিয়ে শচিনের সতর্কতা

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির বিশ্বকাপে এখন ভয়ানক ফর্মে। তিন ম্যাচে দশ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় অবস্থান করছেন সবার ওপরে। ভারত-পাকিস্তানের সবশেষ ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির বিপক্ষেও দারুণ সফল আমির। তার সাফল্য আসে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। যে ম্যাচে ভারতকে ১৮০ রানে হারিয়ে ট্রফি ঘরে তোলে পাকিস্তান। তাই চির বৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ সামনে রেখে কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার আমিরকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কোহলিদের। রোববার ওল্ড ট্রাফোর্ডে মহারণের এ দ্বৈরথ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলকে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামার তাগিদ দিয়েছেন লিটল মাস্টার। ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ ভেসে যাওয়ার পর শচিন বলেন, 'আমিরের বিপক্ষে ডট বল মোকাবিলা করা নেতিবাচক হিসেবে দেখি না। যদি সুযোগ আসে, তাহলে ভারতীয় ক্রিকেটারদের আমি শট খেলতে বলব। ইতিবাচক থাকতে বলব। এটা টিকে থাকার ব্যাপার নয়। ইতিবাচকভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ থেকে ভিন্ন কিছু করার প্রয়োজন নেই।' অধিনায়ক সরফরাজ আহমেদদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের ব্যাটিংয়ের দায়িত্বটা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কাঁধে তুলে নেয়ার পরামর্শ দিয়েছেন মাস্টার বস্নাস্টার শচিন। তিনি বলেন, 'রোহিত ও কোহলিকে দীর্ঘ ইনিংস খেলতে হবে। পরিকল্পনাটা হওয়া উচিত এমন। বাকি ক্রিকেটাররা তাদেরকে ঘিরে খেলবে।' শচিন আরও উলেস্নখ করেন, পেস আক্রমণ দিয়ে ভারতীয় ইনিংসের শুরুর দিকে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে লক্ষ্যবস্তু বানাবে পাকিস্তান। নিজেদের ইনিংসের প্রাথমিক পর্যায়ে উভয় খেলোয়াড়কে এ নিয়ে সতর্ক থাকতে হবে।