হামজার কাছ থেকে শেখার অপেক্ষায় সবাই

প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান কাপ বাছাইয়ে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হতে যাচ্ছে। কিংস অ্যারেনায় জামাল- মোরসালিনদের নিয়ে অনুশীলন হচ্ছে। পরশু পুরো দল যাবে সৌদি আরবে। সেখানে হবে নিবিড় প্রস্তুতি। ঢাকায় ফেরা দলের সঙ্গে হামজা চৌধুরী যোগ দেবেন। ইংলিশ ফুটবল লিগে খেলা হামজার সঙ্গে অনুশীলনে অনেক কিছু শেখার অপেক্ষায় সতীর্থরা। অনুশীলনের ফাঁকে গোলকিপার মিতুল মারমা বলেছেন, 'ফুটবল হচ্ছে দলগত খেলা, এখানে রোনালদো বা মেসিকে বলেনৃ যখন একজন খেলোয়াড় খেলতে যাবে আমাদের এই পর্যায়ে, তখন কাজ করবে না। আমি মনে করি, ফুটবল দলগত খেলা, এখানে যদি সবাই একসঙ্গে খেলতে পারে, তাহলে সবাই সবাইকে সমর্থন করতে পারবে।' হামজা চৌধুরীর দলে অন্তর্ভুক্তি নিয়ে রাঙামাটি থেকে উঠে আসা ফুটবলার বলেছেন, 'এটা আমাদের জন্য অনেক ইতিবাচক দিক। এটা আমাদের অনেক সহযোগিতা করবে। কেননা, হামজা ভাই সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়। আমি মনে করি, আমরা যারা এশিয়ান পর্যায়ের আছি, আমাদের জন্য ইতিবাচক দিক যে, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আমরা।' ভারত ম্যাচের চাপ নিয়ে মিতুল বলেছেন, 'আসলে শুরু থেকে আমরা ভারতকে নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য আছে নিজেদের খেলা নিয়ে, সেদিকেই আমাদের মনোযোগ। নিজেদের খেলার প্রতিই বিশ্বাস রাখছি। কোচের একটা পস্ন্যান আছে। সে অনুযায়ী কাজ করছি। যদি আমরা শতভাগ পারফর্ম করতে পারি, তাহলে আমি মনে করি, যেকোনও দলের বিপক্ষে যেকোনও কিছু করা আমাদের পক্ষে সম্ভব। আমি জানি ভারত অনেক শক্তিশালী। ওদের মাঠে ভারত আরও শক্তিশালী। কোচ সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছে। টিম মিটিং, জিম সবখানে সিরিয়াস থাকার কথা বলেছেন। যদি কোচের পরিকল্পনা মতো খেলতে পারি এবং এক সঙ্গে ফুটবলাররা পরিশ্রম করতে পারি ইনশালস্নাহ ভালো কিছু হবে।'