সৌদি আরবে খেলতে গেলেন ফুটবলাররা

প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা -ওয়েবসাইট
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ মার্চের ম্যাচকে সামনে রেখে জামাল- মোরসালিনরা প্রস্তুতির জন্য বুধবার দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ২৮ জন খেলোয়াড়ের যাওয়ার কথা থাকলেও ডিফেন্ডার রহমত মিয়া ভিসা জটিলতায় যেতে পারেননি। জেদ্দা থেকে বাংলাদেশ দল যাবে তায়েফে; সেখানে হবে আবাসিক প্রস্তুতি। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা বসুন্ধরা কিংস অ্যারেনায় চতুর্থ দিনের অনুশীলনের ফাঁকে বলেছেন, প্রায় পাকাপাকি হয়ে গেছে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি। খুব সম্ভবত সুদানের সঙ্গে একটা ম্যাচ খেলবো। তবে আমি আরও দুটি ম্যাচ খেলতে চাই। ইতোমধ্যে একটা ম্যাচ খেলার বন্দোবস্ত হয়েছে, আশা করি আরও দুটি হবে। সুদানের সঙ্গে একটা বেশি ম্যাচ খেলা সম্ভব নয়। আমি যদি ভুল না জেনে থাকি, তাহলে ওরা ১০ মার্চে চলে যাবে সৌদি থেকে, যেহেতু তারা ১৭ তারিখ সেনেগালের সঙ্গে খেলবে। আমাদের সঙ্গে খেলবে ৮ মার্চ। এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের প্রস্তুতির জন্য বুধবার দুপুরে সৌদি আরব রওনা হয়েছে। ভিসা জটিলতায় দলের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া দলের সঙ্গী হতে পারেননি। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, 'বিমান কর্তৃপক্ষ রহমতের জন্য বোর্ডিংয়ের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। ফেডারেশন সকাল থেকে সৌদিতে ভিসার জন্য যোগাযোগ করছিল। বোর্ডিং ও অন্য আনুষ্ঠানিকতা শেষে যখন ফ্লাইটে উঠার অপেক্ষায়। তখন রহমতের ভিসা আসে। সেই সময় আসলে বোর্ডিং করানো সম্ভব হয়নি।' ভারত ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩০ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে কাজ করছেন। দুই প্রবাসী ফুটবলার হামজা ও ফাহমিদুল ছাড়া ২৮ জন ঢাকায় গত চার দিন অনুশীলন করেছেন। এদের মধ্যে রহমত ছাড়া সবাই সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজ বা আগামীকালের মধ্যেই রহমতকে সৌদি পাঠাবেন বলে জানিয়েছেন। সৌদি ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলের ভিসার ব্যবস্থা করেছে। আজ ফ্লাইট হলেও গতকাল পর্যন্ত কোচিং স্টাফের একজন ও কয়েকজন ফুটবলারের ভিসা অনিশ্চয়তা ছিল। নানা যোগাযোগের পর আজ সকাল পর্যন্ত রহমত ছাড়া অন্যদের ভিসা হয়। রহমতের ভিসাও শেষ পর্যন্ত হলেও দলের সঙ্গী হতে পারলেন না। এ নিয়ে ম্যানেজার আমের খান বলেন, 'সৌদিই ফেডারেশনই বিগত সময় বাংলাদেশ দলের ভিসা করে দিয়েছে এবারও। আমাদের ফেডারেশন এই বিষয়ে প্রতিনিয়ত তাগিদ দিলেও এটি তো তাদের হাতেই। মুলত রমজান মাসে তাদের কর্মঘণ্টাও ভিন্ন।' দুপুর ১ টা ৫৫ মিনিটে ফ্লাইট থাকলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত বিমান রানওয়েতে। ঢাকা থেকে বিমান চট্টগ্রামে যাবে। সেখানে এক ঘন্টায় যাত্রী উঠিয়ে এরপর জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। জেদ্দা থেকে বাংলাদেশ দল এরপর তায়েফে যাবে। সেখানে ২-৩ ঘন্টার সড়ক ভ্রমণ।