মুশফিক, মাহমুদউলস্নাহ ও শামীম
২০২৫ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে মুশফিকুর রহিম ও মাহমুদউলস্নাহ রিয়াদকে রেখে খসড়া প্রস্তাব জমা দিয়েছে জাতীয় নির্বাচন প্যানেল। প্রস্তাবিত চুক্তিতে নাম রয়েছে ২২ ক্রিকেটারের। গেল ৩ ফেব্রম্নয়ারি বিসিবির সর্বশেষ মিটিংয়ে এ সংক্রান্ত আলোচনা হয়েছে। সেখানে খসড়া উত্থাপন করা হয়।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, খসড়ায় ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে; এ+, এ, বি, সি ও ডি। যেখানে আগে ভাগ করা হতো টেস্ট, ওয়ানডে ও টি২০- এ তিন ক্যাটাগরিতে। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
অভিজ্ঞ প্রচারক মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউলস্নাহ এবং মোস্তাফিজুর রহমানকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানাও রয়েছেন। সি ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী।
ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার খালেদ আহমেদকে। তবে পারফরম্যান্স ও বয়স বিবেচনায় মুশফিকুর এবং মাহমুদউলস্নাহকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে। যে কারণে এখনো প্রস্তাবিত চুক্তি অনুমোদন দেয়নি বিসিবি।
মাহমুদউলস্নাহ ইতিমধ্যে টেস্ট এবং টি২০ থেকে অবসর নিয়েছেন। এখন শুধু ওয়ানডে খেলছেন। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট খেলছেন মুশফিক। অভিজ্ঞ দুই ক্রিকেটারের কেউই বর্তমানে ফর্মে নেই। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের কাছেই বেশি প্রত্যাশা ছিল ভক্ত-সমর্থকদের। তবে প্রত্যাশার ছিঁটেফোটাও পূর্ণ করতে পারেননি মুশফিক-মাহমুদউলস্নাহ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যর্থ মিশন শেষ হওয়ার পর বিসিবি জোর দিয়ে বলেছে, যদি কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায়, তাহলে মুশফিক ও মাহমুদউলস্নাহকে পারফর্ম করেই থাকতে হবে।
এদিকে প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে দেখা যায়নি শামীম পাটওয়ারীর নাম। বাঁহাতি এ তারকাকে না দেখে ভক্ত-সমর্থকদের মধ্যে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের দাবি, শামীমকে যেন কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়।
২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি তালিকা (প্রস্তাবিত)।
এ+ ক্যাটাগরি: তাসকিন আহমেদ
এ ক্যাটাগরি: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম
বি ক্যাটাগরি: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউলস্নাহ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা
সি ক্যাটাগরি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী
ডি ক্যাটাগরি: নাসুম আহমেদ, খালেদ আহমেদ