সূচি নয়, ফাইনাল নিয়ে ভাবছেন উইলিয়ামসন
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০
ক্রীড়া ডেস্ক
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভালোই ভ্রমণের ঝক্কি পোহাতে হয়েছে দলগুলোকে। যেখানে এক ভেনু্যতে খেলার দারুণ সুবিধা পেয়েছে ভারত। এ নিয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে অভিজ্ঞ ক্রিকেটার কেইন উইলিয়ামসন এই বিতর্কে জড়াতে চান না। বরং তার একমাত্র লক্ষ্য নিউজিল্যান্ডের শিরোপা জয়।
লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল খেলার পর কিউইরা যাবে দুবাই। চ্যাম্পিয়ন্স ট্রফির চার ভেনু্যতেই খেলতে হয়েছে তাদের। রাজনৈতিক কারণে ফাইনালের প্রতিপক্ষ ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানে যেতে না চাওয়ায় তারা খেলছে এক ভেনু্যতে। সূচি নিয়ে আগে অনেক ক্রিকেটার মন্তব্য করলেও উইলিয়ামসন গেলেন এড়িয়ে।
বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন উইলিয়ামসন। ভারতের এক ভেনু্যতে খেলার সুবিধা ও সূচি আরও সুন্দর করা যেতে পারতো কিনা প্রশ্নে সাবেক কিউই অধিনায়ক বলেন, 'যা আছে, তা নিয়েই এগোতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছি না।'