মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

প্রকাশ | ০৯ মার্চ ২০২৫, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মুশফিকুর রহিম
ওয়ানডে থেকে অবসর নেওয়ার পরদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সতীর্থদের কাছ থেকে 'গার্ড অব অনার' পান মুশফিকুর রহিম। ম্যাচ শেষে কেক কেটে শুভেচ্ছা জানানো হয় তাকে। তবে বিসিবির পক্ষ থেকে দেখা যায়নি কোনো আয়োজন। দুদিন পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানালেন, অভিজ্ঞ ক্রিকেটারকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করবেন তারা। ২০২২ সালের এশিয়া কাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিক। আড়াই বছর পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিদায় বলেছেন ওয়ানডে ক্রিকেটকে। দুই সংস্করণ থেকেই ইতি টানার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন সামাজিক মাধ্যমে। মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি তার। ওয়ানডে থেকে অবসর নেওয়ার বিবৃতি দিয়ে সাফল্যমন্ডিত ক্যারিয়ারের জন্য মুশফিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বোর্ড প্রধান। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের উদ্বোধন শেষে শনিবার বিসিবি সভাপতি জানান, মুশফিকের জন্য বিশেষ আয়োজনের ভাবনাও তাদের আছে। এটা (মুশফিককে বিদায়ী সংবর্ধনা) আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছরের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।' 'আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত... সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।' তিনি আরও যোগ করেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা, টানা সবচেয়ে বেশি ম্যাচ, দ্রম্নততম সেঞ্চুরি, দ্বিতীয় সর্বোচ্চ রানসহ আরও অনেক রেকর্ড-অর্জনকে সঙ্গী করে বিদায় নিয়েছেন মুশফিক। আপাতত মোহামেডান স্পোর্টিং হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত ৩৭ বছর বয়সি ক্রিকেটার। আগামী মাসের মাঝামাঝি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ওয়ানডে ও টি২০ থেকে অবসরের পর মুশফিককে এখন শুধু টেস্টেই জাতীয় দলে দেখা যাবে।