বাংলাদেশের শুভ সূচনা ডেভিস কাপে
প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
মালয়শিয়ায় জুনিয়র ডেভিস কাপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের খেলায় বাংলাদেশ ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছে। প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে প্যাসিফিক ওশেনিয়ার সেকাল্ট মাতাইহুকে হারান।
দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ৬-৩, ৫-৭, ২-৬ গেমে প্যাসিফিক ওশেনিয়ার অস্টিন কেনির নিকট হারলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো. রাজিব জুটি ৬-২, ৬-২ গেমে প্যাসিফিক ওশেনিয়ার সেকাল্ট মাতাইহু ও লি থাম তানুই কে হারিয়ে জয় নিশ্চিত করেন।
প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, কুয়েত, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ম্যাকাও, সৌদি আরব, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, কিরঘিজস্তান, বাহরাইন, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, গুয়াম, প্যাসিফিক ওশেনিয়া, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, লেবানন ও লাওস হতে অনূর্ধ-১৬ বছরের খেলোয়াড়রা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় গ্রম্নপ পর্বের খেলায় বাংলাদেশ দল গ্রম্নপ-এফ এ গুয়াম ও প্যাসিফিক ওশেনিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে।