ইনজুরিতে মুশফিক সাকিবের ফেরায় স্বস্তি

চোটের ধরন সম্পর্কে এখনই বলা কঠিন। ড্রেসিংরুমে ফেরার পর আক্রান্ত স্থানে বরফ লাগানো হয়েছে। চোট খুব গুরুতর নয়। কিছুসময় পার হলে পর্যবেক্ষণের পর জানা যাবে অবস্থা-রাবীদ ইমাম

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

আমিনুল ইসলাম লিটন
আগেরদিন বৃষ্টির লুকোচুরিতে টন্টনের মাঠে ঠিকমতো অনুশীলন করা হয়ে ওঠেনি টাইগারদের। শনিবার রোদ-ঝলমলে ভেনু্যতে অনুশীলনের ফাঁকে ক্যারিবীয় বধের ছক কষছেন সাব্বির রহমান ও মুশফিকুর রহিম। তাদের কথা খুব মনোযোগসহকারে শুনছেন সাকিব আল হাসান -বিসিবি
ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলা করতে টানা দুদিন বৃষ্টিভেজা মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে টন্টনের সমারসেট কাউন্টি ক্লাবের মাঠে শনিবার বাংলাদেশের অনুশীলনে যেন 'শনি' নেমে আসে। নেটে অনুশীলন করতে গিয়ে হঠাৎই হাতের কবজিতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। মুস্তাফিজের বলে ডান হাতের কবজিতে চোট নিয়ে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গুরুতর কিছু নয়। খানিকবাদে কোনার নেটে আরেকটি বিপদ! এবার আহত একজন নেট বোলার। চিকিৎসকের কাঁধে ভর দিয়ে সেই নেট বোলার মাঠ থেকে বেরিয়ে আসেন। তবে মুশফিকের চোটের দিনে সাকিবের ফেরায় স্বস্তি পাচ্ছে টিম টাইগার্স। সোমবার ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে সাকিবের খেলা নিয়ে তাই কেটে গেছে সংশয়। বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেছেন, 'চোটের ধরন সম্পর্কে এখনই বলা কঠিন। ড্রেসিংরুমে ফেরার পর আক্রান্ত স্থানে বরফ লাগানো হয়েছে। চোট খুব গুরুতর নয়। কিছুসময় পার হলে পর্যবেক্ষণের পর জানা যাবে অবস্থা।' মুশফিকের চোটের খবরের খানিকবাদেই কোনার নেটে সাইফউদ্দিনের খেলা শটে মাথায় চোট পেয়ে পড়ে যান স্থানীয় একজন নেট বোলার। অনেকক্ষণ তিনি উইকেটে পড়ে থাকেন। সঙ্গে সঙ্গে মাঠে চিকিৎসক দৌড়ে আসেন। আতঙ্ক ছড়ায় পুরো মাঠে। বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের শুশ্রূষায় উঠে দাঁড়ান, কাটে আতঙ্ক। আহত সেই নেট বোলার ধীর পায়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাকে সেখান থেকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। একের পর এক ইনজুরি শঙ্কার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেও ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যদিও সেটা গুরুতর কিছু ছিল না। সাকিবকে নিয়ে শঙ্কার কালো মেঘ কাটতে শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার পুরোপুরি সম্ভাবনা রয়েছে তার। শনিবার অনুশীলন নেটে 'দুর্ঘটনা'র দিনে একটাই সুখবর- সাকিব আল হাসানের ফিরে আসা। এদিন সকালে সমারসেট কাউন্টি ক্লাবের মাঠে ফিল্ডিং অনুশীলনের পর লম্বা সময় ধরে নেট অনুশীলনে অংশ নেন সাকিব। ঘণ্টা খানেকের ব্যাটিং নেটে বেশ স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল তাকে। শুরুতেই মাঠে ফুটবল নিয়ে কসরত করল পুরো দল। অনেকটা ফুটসাল স্টাইলে ফুটবল খেলেছে টাইগাররা। যেখানে যোগ দিয়েছিলেন সাপোর্টিং স্টাফরাও। মূলত অনুশীলনের শুরুতে ফুটবল নিয়ে শরীর গরম করে তোলা টাইগারদের নিয়মিত অভ্যাস। সেই অভ্যাসবশত বেশ কিছুক্ষণ দলের খেলোয়াড়রা ফুটবল খেলেন। সেখানেই দেখা মিলেছে সাকিব আল হাসানের। ফুটবল নিয়ে কসরত শেষ হওয়ার পর দলের ক্রিকেটাররা যোগ দেন ক্যাচিং প্র্যাকটিসে। এই পর্ব শেষ হওয়ার পর ক্রিকেটাররা নেটে গেলেন ব্যাটিং অনুশীলনে। সেখানেই হঠাৎ একটি বল মোকাবিলা করতে গিয়ে হঠাৎ মুশফিকের ব্যাটিং হাতের (ডান হাত) কবজির নিচে গিয়ে লাগে একটি বল। সঙ্গে সঙ্গে মুশফিককে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখানে চলে তার হাতের শুশ্রূষা। বরফ দেয়া হয় আহত স্থানে। তবে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মুশফিকুরের ইনজুরি গুরুতর নয়। শঙ্কারও কিছু নেই। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে যখন ৭ রানে অপরাজিত তখন টান লেগেছিল ঊরুতে। ব্যথা নিয়েও ব্যাটিং করে গেছেন সাকিব আল হাসান। খেলেছেন ১২১ রানের অসাধারণ এক ইনিংস। সেটি যে ভোগাবে সেটি বুঝতে পারেননি নিজেও। পরদিন ব্যথা বাড়লে স্ক্যান করিয়ে নিশ্চিত হন চোট গুরুতর নয়। সাকিবকে সাত দিনের বিশ্রাম দেয়া হলেও পাঁচ দিনের মাথায় ফিরেছেন অনুশীলনে। শুক্রবার কেবল ঐচ্ছিক অনুশীলন করেননি সাকিব। এর মাঝে বাংলাদেশও আর অনুশীলন করেনি।