চার পেসার ফর্মুলায় ফিরছে বাংলাদেশ!

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগেরদিন স্পিন কোচ সুনীল জোশি বলেছেন, 'স্পিন আমাদের মূল অস্ত্র।' বাংলাদেশও তাদের এই স্পিন শক্তি নিয়েই একাদশ সাজায়। সাম্প্রতিক সময়ের বেশিরভাগ ম্যাচের মতো চলতি বিশ্বকাপের পেছনের তিন ম্যাচে সেই পরিকল্পনার পথেই হাঁটে বাংলাদেশ। তবে টন্টনে ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চিরায়িত এই চিন্তা-চেতনা থেকে বেরিয়ে আসতে চলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একজন স্পিনার কমিয়ে বাড়তি পেসারকে একাদশে রেখে দল গড়ার কৌশল নিতে চলেছে দল। পরিস্থিতির দাবি মেটাতেই এই পরিবর্তিত পরিকল্পনার চিন্তা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, 'এই মাঠের অন্য ম্যাচগুলো আমরা বিশ্লেষণ করছি। মাঠের আকার-আকৃতি এবং উইকেটের আচরণ সবকিছু বিবেচনা করে যা বোঝা যাচ্ছে, এতে এখানে অবশ্যই পেস বোলাররা বাড়তি সুবিধা পাবে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আমরাও একাদশে চারজন পেসার খেলানোর কথা চিন্তা করছি। তবে এখনো এটা চূড়ান্ত হয়নি। সম্ভাবনার তালিকায় রয়েছে পুরো ব্যাপারটি।' টন্টনের উইকেট পেস বোলারদের সহায়ক, সেটা জানা কথা। এই মাঠের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচেই সেই প্রমাণটা মিলেছে। ওয়েস্ট ইন্ডিজও এবারের বিশ্বকাপে বোলিংয়ে পেসারদের ওপরই বেশি আস্থা রাখছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তারা পাঁচজন বোলার ব্যবহার করেছে। সবাই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইন্ডিজ স্পিনার অ্যাশলে নার্স শুধুমাত্র ৫ ওভার বল করার সুযোগ পান। বাকি ৪৫ ওভার উইন্ডিজ পেস বোলাররা করে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ ৪ পেস বোলার একাদশে রাখে। আর সেই পথ ধরে টন্টনে বাংলাদেশও কি একাদশে চার ফর্মুলার পথে হাঁটছে? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ বোলিং কোচ ওয়ালশ জানান, 'আমি এখনো এখানকার উইকেট দেখিনি। দেখতে হবে এখানে বল কেমন ক্যারি করে। আমরা যদি চার পেস বোলার নিয়ে খেলার পরিকল্পনা স্থির করি, তবে কোনো সমস্যা নেই। রুবেল নেটে বোলিং অনুশীলনে আছে।' ২০১৫ সালের বিশ্বকাপের পরপর দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর ছিল চার পেসার ফর্মূলা। এবারের বিশ্বকাপেও টন্টনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে সেই চার পেসার ফর্মূলায় তাহলে ফিরে যাচ্ছে বাংলাদেশ? এই প্রশ্নের চূড়ান্ত উত্তরের জন্য ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষায় থাকবে বাংলাদেশ। ১৭ জুনের ম্যাচ শুরুর আগে এই মাঠে অনুশীলনে উইকেটে গুনাগুন বিচার-বিশ্লেষণ করার সুযোগ থাকছে। স্থানীয় কিউরেটরদের সঙ্গে কথাবার্তা বলাও সেই সুযোগের 'প্যাকেজে' থাকছে! চলতি বিশ্বকাপে পেছনের তিন ম্যাচে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছে। চার পেসারের ফর্মুলায় একাদশ গড়তে চাইলে দলের চতুর্থ পেসার তাহলে রুবেল হোসেন।