আইসিসির বিরুদ্ধে শ্রীলংকার অভিযোগ

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এই বিশ্বকাপে গত এগারো দিনে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শ্রীলংকার দুটি ম্যাচ। ম্যাচ খেলতে না পারায় অনুশীলনই ছিল লংকানদের নিজেদের ঝালিয়ে নেয়ার একমাত্র জায়গা। সেই অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়েও সন্তুষ্ট নয় শ্রীলংকা। দলের ম্যানেজার অশন্তা ডি মেল জানিয়েছেন, প্রথম দুই ম্যাচের পিচ, হোটেল ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে আইসিসির ওপর চটেছেন তারা, করা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগও। সবুজ পিচ নিয়ে তাই একদমই খুশি নন ডি মেল, 'আমরা যে দুই ম্যাচে খেলেছি, দুটিতেই সবুজ পিচ ছিল। যে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, সেখানেও একই অবস্থা। একই ভেনু্যতে অন্য দল খেলার সময় পিচ ব্যাটিং সহায়ক হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালের ম্যাচেও পিচ সবুজ। আমরা বিনা কারণে অভিযোগ করছি না, এটা খুবই অন্যায় হচ্ছে। আইসিসি কিছু দলের জন্য একরকম পিচ তৈরি করে, বাকি দলের জন্য অন্যরকম।'