সেঞ্চুরিতে ভারতকে পেছনে ফেলল অস্ট্রেলিয়া

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে শিকর ধাওয়ানের সেঞ্চুরিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডটি নিজেদের করে নিয়েছিল ভারত। তবে সে রেকর্ড আবার হস্তগত করেছে অজিরা। শনিবার অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে আবারও এগিয়ে গেছে দলটি। বিশ্বকাপে অজিদের সেঞ্চুরি সংখ্যা এখন ২৮টি। এদিন ফিঞ্চের (১৫৩) অনবদ্য সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটে ৩৩৪ রান করেছে অস্ট্রেলিয়া। বল টেম্পারিং কান্ডে স্টিভেন স্মিথের নিষেধাজ্ঞায় হুট করেই অজি দলের নেতৃত্বের দায়িত্ব পান ফিঞ্চ। শুরুটা যেমন তেমন, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই অজি তারকা। শেষ ১০ ম্যাচের সাতটি ইনিংসই পঞ্চাশোর্ধ্ব। তার তিনটিই আবার পরিণত করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। শনিবার বিশ্বকাপের মঞ্চে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি আদায় করে নেন অধিনায়ক। অস্টেলিয়ার তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে করলেন সেঞ্চুরি। এর আগে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। এর মধ্যে পটিংয়ের সেঞ্চুরি ৪টি। আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের সেঞ্চুরিটি হতে পারত। অল্পের জন্য হাতছাড়া করেছেন। রানের গতি বাড়াতে গিয়ে হয়েছেন মোহাম্মদ আমিরের শিকার। তবে লংকানদের বিপক্ষে কোনো ভুল করেননি। রানের গতি সচল রেখেই নিজের স্বভাবসুলভ ব্যাটিং করে আদায় করে নেন সেঞ্চুরি। ব্যক্তিগত ৯৫ রানে মিলিন্দা সিরিবর্ধনেকে লংঅন সীমানার উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পা রাখলেন ফিঞ্চ। এর আগে এদিন টস হেরে ডেভিড ওয়ার্নারকে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ফিঞ্চ। এক প্রান্তে দেখেশুনে খেলতে থাকেন ওয়ার্নার। তবে অপর প্রান্তে রানের গতি সচল রাখার দায়িত্বটা নেন অধিনায়ক ফিঞ্চ। সাবলীল ব্যাট করে ৫৩ বলের ৭টি চারের সাহায্যে পৌঁছান হাফসেঞ্চুরিতে। এরপরের ফিফটি তুলতে বল খেলেন ৪৪টি। এ সময় ১টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন অজি অধিনায়ক।