আফগানদের উড়িয়ে প্রোটিয়াদের প্রথম জয়

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতের ম্যাচে বৃষ্টি আইনে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে তারা। পাঁচ ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে প্রথম পয়েন্ট পেয়েছে প্রোটিয়ারা। কার্ডিফে প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। জবাবে ৯ উইকেট হাতে রেখেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমে তারা হারিয়েছে আফগানিস্তানকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে শনিবার ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তারা ১১৬ বল হাতে রেখে জিতেছে ৯ উইকেটে। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়। তাতে এই আসরে প্রথমবার পয়েন্ট অর্জন করে তারা। এবার প্রথম জয়েই বাংলাদেশ ও পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট তাদের। চার ম্যাচের সব হেরে আফগানিস্তান সবার শেষে। টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে আফগানিস্তানের ইনিংস কিছুক্ষণ বন্ধ থাকলে ম্যাচ নির্ধারিত হয় ৪৮ ওভার করে। ৩৪.১ ওভারেই ১২৫ রানে অলআউট হয় আফগানরা। জবাবে প্রোটিয়ারা ২৮.৪ ওভারে ১৩১ রান করে ১ উইকেট হারিয়ে। আগে ব্যাট করতে নেমে ইমরান তাহিরের স্পিন আর ক্রিস মরিস ও আন্দিলে ফেলুকাওয়ের তোপে বিপদে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। হযরতউলস্নাহ জাজাই ও নুর আলী জাদরানের ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে কাগিসেরা রাবাদার বলে। মাত্র ৭৭ রানে ৭ উইকেট হারানো আফগানিস্তান দলীয় স্কোর ১০০ ছাড়ায় রশিদ খান ও ইকরাম আলী খিলের ৩৪ রানের জুটিতে। ২৫ বলে ৬ চারে ইনিংস সেরা ৩৫ রান করেন রশিদ। এ ছাড়া শুধু নুর আলী (৩২) ও জাজাইয়ের (২২) ব্যাটে এসেছে দুই অঙ্কের রান। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ইমরান, ম্যাচসেরাও হয়েছেন এই লেগ স্পিনার। তিনটি উইকেট পান মরিস। দুটি নেন ফেলুকাও। লক্ষ্যে নেমে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৮ চারে ৬৮ রান করে ডি কক আউট হলে ভাঙে ১০৪ রানের জুটি। ফেলুকাওকে সঙ্গে করে বাকি রান করেন আমলা। ৪১ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার।