কোপায় হারে শুরু আর্জেন্টিনার

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০

সুলতান মাহমুদ রিপন
কোপা আমেরিকার শুরুটা জয় দিয়ে রাঙানো হলো না আর্জেন্টিনার। রোববার কলম্বিয়ার বিপক্ষে পরাজয়ের লজ্জায় মাথা নিচু করে মাঠ ছাড়ছেন সার্জিও আগুয়েরো-লিওনেল মেসিরা -ওয়েবসাইট
অনেক বছরের আক্ষেপ। পাঁচ-ছয় বছর নয়, ২৬ বছর ধরে কোপা আমেরিকার ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টিনার। এবারের আসরে ভালো কিছুর প্রত্যাশা থাকলেও সার্জিও আগুয়েরো-লিওনেল মেসিদের শুরুটা হলো ভীষণ হতাশায়। যদিও পূর্ণ শক্তির দল নিয়ে কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে দৃষ্টিকটু ফুটবল খেললেও বিরতির পর ছন্দে ফেরার আভাস দিয়েছিল আকাশি-নীল জার্সিধারীরা। কিন্তু বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে আলবিসেলেস্তেরা। তবে এই সময় বসেছিলেন না ফ্যালকাও-মার্তিনেসরা। তাইতো রোববার ভোরে কলম্বিয়ার কাছে ২-০ গোলের হারে 'বি' গ্রম্নপে যাত্রা শুরু করলো লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকান শুরু থেকে ফেভারিট ভাবা হচ্ছে কলম্বিয়াকে। আর তাই আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছিল ম্যাচকে ঘিরে। দুই দলে তারকাদের অভাব ছিল না কোনো অংশে। মেসি, আগুয়েরো অপর দিকে রাদামেল ফ্যালকাও ও হামেস রদ্রিগেজ। তার পরেও দুই দলের শুরুটা ছিল শ্লথ গতির। এমন শ্লথ গতির ম্যাচের শুরু থেকে প্রায় ৭০ মিনিট পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি কেউ। সেখানে ৭১ মিনিটে কলম্বিয়ান বদলি এক রজের মার্তিনেস নামার পরেই পাল্টে গেছে পুরো দৃশ্যপট। বামপ্রান্ত থেকে মার্তিনেসের গোল স্বস্তি ফেরায় কলম্বিয়া শিবিরে। আর স্তব্ধ করে দেয় পুরো আর্জেন্টিনাকে। ৮৬ মিনিটে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায় বদলি দুভান জাপাতার কাছ থেকে আরেকটি গোল পেলে। শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া। অবশ্য প্রথমার্ধে কলম্বিয়া ছিল বেশ ক্ষুরধার। আর্জেন্টিনার আক্রমণে ধার বাড়ে দ্বিতীয়ার্ধে রদ্রিগো দি পল মাঠে নামলে। আঞ্জেল ডি মারিয়ার বদলি হয়ে নামার পর ক্ষিপ্রতা বেড়েছে মেসিদের। আর্জেন্টাইন প্রাণভোমরাও কয়েকবার আক্রমণে গিয়ে দুঃশ্চিন্তা বাড়িয়েছিলেন প্রতিপক্ষের শিবিরে। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। মার্তিনেসের প্রথম গোলের পূর্বে সেরা সুযোগটি পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। জাল থেকে দূরেই পাঠিয়েছেন বল। এমনকি এককভাবে গিয়েও আর্জেন্টাই খুদে জাদুকরের শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। 'এ' গ্রম্নপে পোর্তো আলেগ্রেতে ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারানোর দারুণ সুযোগ কাজে লাগাতে পেরে খুশি দলটির অধিনায়ক রাদামেল ফ্যালকাও আর ম্যাচের দ্বিতীয় গোলদাতা দুভান জাপাতা। ৭১তম মিনিটে দারুণ কোনাকুনি শটে রজের মার্তিনেস কলম্বিয়াকে এগিয়ে নেয়ার পর ৮৬তম মিনিটে পেস্নসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন জাপাতা। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জেতার পর ফালকাও জানালেন চ্যালেঞ্জ জয়ের কথা, 'আর্জেন্টিনা সবসময় খুবই কঠিন প্রতিপক্ষ। তাদের আছে বিশ্বের সেরা খেলোয়াড়। অনেক দিন পর তাদের প্রথম হারানোর চ্যালেঞ্জ ছিল। আমরা দল হিসেবে পরিণত হয়ে ওঠার পর্যায়ে আছি এবং আমরা জানতাম এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ।' এদিকে দীর্ঘদিন পর আর্জেন্টিনার বিপক্ষে জিতে দারুণ ?খুশি ম্যাচের দ্বিতীয় গোলদাতা জাপাতা। জানতাম, অনেক আগে আমরা আর্জেন্টিনাকে শেষবার হারিয়েছিলাম। (এবার হারাতে পেরে) আমরা খুশি। আমরা এই জয় উপভোগ করব। এটা দারুণ একটা ফল কিন্তু টুর্নামেন্ট এগিয়ে যাবে এবং এখনও অনেক কঠিন ম্যাচ বাকি রয়েছে।' অপরদিকে ম্যাচে হারলেও শুরুর ২০ মিনিট ভালো খেলেছে তারা। কলম্বিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচ নিয়ে মূল্যায়ন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির,' আমরা শুরুর ২০ মিনিট ভালো ছিলাম; এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকটা আমাদের জন্য বাজে ছিল। আমরা অনেকবার বল হারালাম কিন্তু দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার চেয়ে অনেক এগিয়ে ছিলাম। আমরা যখন নিজেদের সেরাটা খেলছিলাম, তখন তারা প্রতি আক্রমণ থেকে দুটো গোল করল। তবে আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নেব, তা হচ্ছে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমর্থ ছিলাম এবং দ্বিতীয়ার্ধে উন্নতি করেছিলাম। এটা হয়তো খুব ভালো শোনাচ্ছে না কিন্তু এটা আমাদের পরের ম্যাচে সাহায্য করবে।'