প্রতিশোধের ম্যাচেও হার চট্টগ্রাম আবাহনীর

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আরামবাগের সঙ্গে দ্বিতীয় দেখাতেও হেরেছে চট্টগ্রাম আবাহনী। রোববার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে অফিসপাড়ার ক্লাব আরামবাগের কাছে ১-০ গোলে হেরে যায় বন্দরনগরীর দলটি। এর আগে প্রথম লেগেও তারা হেরেছিল আরামবাগের কাছে। সেই হারটি ছিল আরও বড় ব্যবধানের। প্রথম লেগে এই আরামবাগের কাছেই ২-০ গোলে হার মেনেছিল চট্টগ্রাম আবাহনী। রোববার জয় পেলে প্রতিশোধ নিতে পারতো তারা। কিন্তু ম্যাচের এক-তৃতীয়াংশ সময় আরামবাগকে আটকে রেখেও শেষ পর্যন্ত পেরে উঠেনি বন্দরনগরীর আকাশী-নীলরা। গত আসরে তৃতীয় হওয়া চট্টগ্রাম আবাহনী এবারের মৌসুমের শুরু থেকেই ট্র্যাকচু্যত। ১৬টি ম্যাচ খেলে সর্বসাকুল্যে জয় মাত্র ৪টি। ৬টি ড্র আর বাকি ৬ টিতেই হার। আর তাই ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ দলের মধ্যে সপ্তম স্থানে। অন্যদিকে ১৬ ম্যাচে ৭টি জয়ে এখনো সেরা পাঁচের মিছিলেই আছে আরামবাগ ক্রীড়া সংঘ। ২৩ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম অবস্থানে। প্রথম লেগে প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট জয়ের আত্মবিশ্বাস নিয়েই রোববার মাঠে নেমেছিল অফিসপাড়ার দলটি। তবে চট্টগ্রাম আবাহনীরও প্রতিশোধের ক্ষুধা ছিল। তাই তারাও আরামবাগকে আটকে রাখতে যথাসাধ্য চেষ্টা করেছে। ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত সফলও হয়েছে। ৬৩ মিনিটে আরিফুর রহমানের বাড়িয়ে দেয়া বলে যদি নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিও আরামবাগকে জয়সূচক গোলটি উপহার না দিতেন তাহলে অন্তত এক পয়েন্ট নিয়ে কাটা ঘায়ে কিছুটা উপশম পেতো চট্টলার ক্লাবটি (১-০)। কিন্তু তাতো হলোই না উল্টো পয়েন্ট হারানোর কষ্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। কারণ সেই গোল আর শোধ করতে পারেনি তারা। তবে আরামবাগও ব্যবধান বাড়াতে পারেনি। তাই প্রথম লেগের থেকে কম ব্যবধানের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। প্রিমিয়ার ফুটবল লিগে আজ দু'টি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। বিকাল ৪টায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। একই সময়ে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের প্রতিপক্ষ নোফেল স্পোর্টিং ক্লাব। আর এই ম্যাচ দু'টি দিয়েই শেষ হবে লিগের ১৭তম রাউন্ডের খেলা। মাঝে আবাহনীর দু'টি এএফসি কাপের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে প্রায় ১০ দিনের বিরতি শেষে আবারও ২৭ জুন থেকে মাঠে গড়াবে লিগের খেলা। শুরু হবে ১৮তম রাউন্ড।