মরগানের ইনজুরিতে বিকল্প চিন্তা ইংল্যান্ডের

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয়ই পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু ওই ম্যাচে ইংলিশদের জয়ের আনন্দে ভাটা পড়েছে মূলত দুটি চোটে। ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ থেকে বেরিয়ে গিয়ে আর ফিরতেই পারেননি ওপেনার জেসন রয়। ফিল্ডিং করতে গিয়ে পিঠে টান পড়ে অধিনায়ক ইয়ন মরগানেরও। দল আগেভাগে জিতে যাওয়ায় যদিও তার ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি। তবে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের পরের ম্যাচে মরগানের খেলা নিয়ে শঙ্কা আছে। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পড়তে পারে সহ-অধিনায়ক জস বাটলারের কাঁধে। এর আগে ইংলিশদের হয়ে ছয়টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাটলার। যার মধ্যে চারটিতে জয় পেলেও হারের স্বাদ নিতে হয়েছে দুটি ম্যাচে। দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত বাটলার। যদিও অবশ্যই চাইছেন নিয়মিত অধিনায়কের নেতৃত্বেই মাঠে নামুক ইংল্যান্ড। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন মরগান দ্রম্নতই খেলায় ফিরতে পারবেন। তিনি বলেন, 'আমি অবশ্যই চাইব মরগান যেন খেলতে পারে। দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে খেলছি। সে দারুণ একজন অধিনায়ক। সহ-অধিনায়ক হিসেবে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে চেষ্টা করি। আমাদের চিন্তা-ভাবনাও প্রায় একরকম। তাই আমি নেতৃত্ব দিলেও আলাদা কিছু হবে না।'