এএফসি কাপের গ্রম্নপপর্ব

আবাহনীর সামনে আবারও মানাং

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি কাপের গ্রম্নপপর্বে এবারের আসরের মতো এতটা সফল কোনোবারই হয়নি ঢাকা আবাহনী। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসী আবাহনী স্বপ্ন দেখছে দ্বিতীয় পর্বের। প্রতিপক্ষ যখন নেপালের মানাং মার্সিয়াংদি। তখন আত্মবিশ্বাসের পারদটা তো আরও উধ্বমুখী হতেই পারে বাংলাদেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটির। কারণ অ্যাওয়ে ম্যাচে যে তাদের হারিয়ে দিয়ে এসেছিল আকাশি-নীলরা। দ্বিতীয় পর্বে যেতে হলে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে আবাহনীর। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৫.৪৫ মিনিটে এএফসি কাপের 'ই'গ্রম্নপের ম্যাচে তাই মানাংয়ের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না ঘরোয়া ফুটবলের জায়ান্ট দলটি। দর্শকদের জন্য সুখবর হলো ম্যাচটি দেখতে কোনো টিকিট লাগছে না। গ্যালারি উন্মুক্ত থাকবে সবার জন্য। প্রিমিয়ার ফুটবল লিগের সব থেকে সফল দল ঢাকা আবাহনী। এবার তারা এএফসি কাপের গ্রম্নপপর্বে ইতোমধ্যে ৭ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। তবে দ্বিতীয় পর্বে যাবে গ্রম্নপের সেরা দলটি। যে কারণে আবাহনীর সামনে বাধা হিসেবে আছে তাদেরই সমান পয়েন্ট পাওয়া চেন্নাইন এফসি। গোলগড়ে এগিয়ে আছে তারা। যে কারণে আজ মানাংয়ের বিপক্ষে জয়ের বিকল্প তো ভাবছেই না আবাহনী বরং সেটি যত বেশি গোলের ব্যবধানে হয় ততটাই মঙ্গলজনক। আবাহনীর কোচ মারিও লিচিনো লেমোস বলেছেন, 'আমাদের ভালো প্রস্তুতি। দু'দিন আগে প্রিমিয়ার লিগে ভালো ম্যাচ খেলেছি। আমরা জয়ের জন্যই কাল (আজ) খেলতে নামব। দলের অন্যতম ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন জানালেন, 'আমরা গত ম্যাচটা ভালো করেছি। প্রিমিয়ার লিগে সেটি ছিল বিগ ম্যাচ। প্রতিপক্ষ সম্পর্কে ধারণা আছে। কারণ আগেও তাদের বিপক্ষে খেলেছি। কোচ আমাদের সেভাবেই প্রস্তুত করেছেন। আগামীকাল জয়ের জন্যই নামব।' এর আগে হোম ম্যাচে নেপালের আনফা কমপেস্নক্সে অ্যাওয়ে ম্যাচে মানাং মার্সিয়াংদি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে এসেছিল ঢাকা আবাহনী। এবার ম্যাচটা ঘরের মাঠে। তাই লড়াইয়ে নামার আগে পূর্ণ আত্মবিশ্বাসী টিম আবাহনী। কোচ লেমোস জানালেন, 'আমরা ভালো পজিশনে আছি। হোম ম্যাচ তাই আগামী কাল (আজ) বড় সুযোগ থাকবে বলে আমার বিশ্বাস। আমরা খুবই আত্মবিশ্বাসী। যে করেই হোক ম্যাচটা জিততে চাই।' 'আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে তপু, ফাহাদ ওয়েলিংটন এই ম্যাচেও থাকছেন না ইনজুরির কারণে।' যোগ করেন লেমোস। জীবন মনে করছেন এবারের সুযোগটি যে করেই হোক কাজে লাগাতে হবে, 'আমাদের জন্য বড় একটা সুযোগ। আমি এই বছর নিয়ে তিনবার খেলছি এএফসি কাপ। এবার বড় সুযোগ কোয়ালিফাই করার। এ সুযোগটা হাতছাড়া করতে চাই না। ম্যাচটা অবশ্যই জিততে চাই। জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বে কোয়ালিফাই করাটাও অবশ্যই উৎসাহ জাগাচ্ছে আমাদের।' মানাং কোচ সিরিং লোপসাংও জয় নিয়েই দেশে ফিরতে প্রত্যাশী, 'এই ম্যাচটি আমরা খুবই গুরুত্ব সহকারে খেলবো। তিন পয়েন্টের জন্যই আমরা এখানে এসেছি। তাই আগামীকাল (আজ) জয়ের জন্যই নামবো। অধিনায়ক ভিরাজ বলেন, 'আগামীকালের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আবাহনীও অনেক ভালো দল। তবে আমরা অবশ্যই জিততে চাই।' উলেস্নখ্য এর আগে চার ম্যাচের দুটিতেই ড্র এবং দুটিতে হেরেছে মানাং মার্সিয়াংদি।