ট্রেন্ট ব্রিজে যে লড়াইয়ে ম্যাচের লাগাম

বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার একচেটিয়া আধিপত্য থাকলেও গত চার বছরে দৃশ্যপট অনেক পাল্টে গেছে। এবারের আসরে বড় দলগুলোর বিপক্ষে টিম টাইগার্সের ছড়ি ঘোরানো পারফরম্যান্সে নতুন করে আশায় বুক বাঁধছে টাইগার ভক্তরা। শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে নামা বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার আজকের ম্যাচটি নিয়ে ক্রিকেট পাড়ায় তাই উত্তেজনা তুঙ্গে। চলুন জেনে নেয়া যাক দুই দলের পরিসংখ্যান এবং আজকের ম্যাচের লাগাম কাদের হাতে। যায়যায়দিনের পাঠকদের জন্য বিশেষ এ আয়োজনটি তৈরি করেছেন -মো. ফখরুল ইসলাম

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাকিব বনাম স্মিথ ব্যাট হাতে রানের পসরা সাজানো অনবদ্য ইনিংস এবং বল হাতে ছড়ি ঘোরানো পারফরমেন্সে বিশ্বকাপটাকে নিজের করে নিয়েছেন সাকিব। এ যেন সাকিব 'শো' দেখছে ক্রিকেট বিশ্ব। টানা চার ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এবং পরপর দুই ম্যাচে সেঞ্চুরি সবকিছুই যেন নতুন করে সাকিবের সক্ষমতার জানান দিচ্ছে। এখন পর্যন্ত ব্যাট হাতে সবার শীর্ষে তিনি। বল হাতেও তুলে নিয়েছেন ৫ উইকেট। অভিজ্ঞতা ও হালের পারফরম্যান্স- দুই বিবেচনাতেই সাকিব সন্দেহাতীতভাবে বর্তমান ক্রিকেটের অন্যতম শীর্ষ তারকা। অন্যদিকে, বল টেম্পারিং কেলেঙ্কারির দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেই ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে সমালোচকদের নিন্দার জবাব দিয়েছেন সাবেক অধিনায়ক ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। আসরে এ পর্যন্ত খেলা অজিদের চার ম্যাচের তিনটিতেই রান পেয়েছেন এই ঠান্ডা মাথার খেলোয়াড়। গেল এক বছরে তিনি দেখিয়ে দিয়েছেন নিন্দা, সমালোচনা পাশ কাটিয়ে চলার কতটা ক্ষমতা তার। নিষেধাজ্ঞা শেষে আইপিএলে খেলতে নেমে ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক। ওয়ানডেতে গত দুই বছর আগের রেকর্ড ঘাঁটলেই দেখা যাবে, কীভাবে ম্যাচের পর ম্যাচ বোলারদের দুঃস্বপ্ন হয়েছেন স্মিথ। মুস্তাফিজ বনাম স্টার্ক বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত সেরা দশ বোলারের একজন মুস্তাফিজুর রহমান। যদিও একটু খরুচে ছিলেন। তবুও বলা যায় এই বাঁহাতি বিস্ময় যেকোনো মুহূর্তে নিজের সেরাটা বের করে আনার সক্ষমতা রাখেন। গত বিশ্বকাপের পরপর দেশের ক্রিকেটকে উদ্ভাসিত করে, ক্রিকেট বিশ্বকে বিস্ময় উপহার দিয়ে আবির্ভাব এই বাঁহাতি পেসারের। রেকর্ড গড়া সাফল্যে রাঙিয়েছেন শুরুর সময়টা, চোট-অস্ত্রোপচারের বাস্তবতার ধাক্কাও সয়েছেন। পিছু না ছাড়া চোটের ধাক্কায় শুরুর বিধ্বংসী চেহারাটা এখন দেখা যায় না প্রায়ই, তবে এখনো যথেষ্ট কার্যকর ও দলের জন্য গুরুত্বপূর্ণ এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার সেরা 'গেম চেঞ্জার' মিচেল স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও যেভাবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, তাতে অজি ভক্তদের মনে কথাটি আরও পাকাপোক্ত হয়েছে। স্টার্ক একাই ক্যারিবীয়দের পাঁচ উইকেট ধসিয়ে দিয়েছিলেন। এর আগে আফগানদের সঙ্গে ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। মাইকেল ক্লার্কের নেতৃত্বে গত বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্টার্কের। সেবার সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছিলেন স্টার্ক। মাশরাফি বনাম ফিঞ্চ একজনের এটাই শেষ বিশ্বকাপ, আরেকজনের অধিনায়ক হিসেবে সবে শুরু। আজ ট্রেন্ট ব্রিজে দুই দলের ব্যাটে বলের লড়াই ছাড়িয়ে দ্বৈরথ হতে পারে মাশরাফির অভিজ্ঞতা আর হোল্ডারের স্পিরিটের মধ্যেও। মাশরাফির ব্যক্তিগত অর্জন কম নয়। আসরে দলগুলোর অধিনায়কদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ টাইগার কাপ্তান। এ বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে বোলার হিসেবে মাশরাফির ব্যর্থতা নিয়ে সমালোচনা হচ্ছে ব্যাপক। তবে তিনি আমাদের মাশরাফি। ক্যারিবীয়দের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও দারুণ বল করে এবং নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। অন্যদিকে, মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে সবে পথচলা শুরু করেছে টিম অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ দোষী সাব্যস্ত হওয়ার পর মহাসংকটে পড়েছিল অজি ক্রিকেট। পাঁচবারের চ্যাম্পিয়নরা যেন পথ হারিয়ে ফেলে। একের পর এক হারে তলিয়ে যাচ্ছিল ক্রিকেটের অন্যতম এই পরাশক্তি। তবে ঠিক সময়ে দলের হাল ধরেন ফিঞ্চ।