ট্রেন্টব্রিজেও মিলনমেলা প্রবাসীদের

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের খেলা মানেই গ্যালারীতে লাল-সবুজের ঢেউ। বৃহস্পতিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন সময়ে ট্রেন্ট ব্রিজে পতাকা হাতে প্রবাসী বাংলাদেশী সমর্থকদের ঢল নামে -বিসিবি
বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্নপূরণে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে বৃষ্টি বাংলাদেশকে ভালোই ভোগাচ্ছে। ম্যাচ পরিত্যক্ত, সম্ভাব্য জয় হাত ছাড়ার পাশাপাশি বৃষ্টির বাধায় খোলা আকাশের নিচে অনুশীলনও ঠিকমতো করতে পারেনি টিম বাংলাদেশ। বেশির ভাগ অনুশীলনই করতে ইনডোরে। বৃষ্টির কারণে ইচ্ছামতো ঘোরাঘুরি, ছোট ছোট দলে বাংলাদেশি আর ভারতীয় রেস্টুরেন্টে খাওয়া- সবই হয়েছে ব্যাহত। বৃষ্টি যতই বাদ সাধুক বাংলাদেশের বিশ্বকাপ মিশনে, ভক্ত-সমর্থকদের সমর্থন আর ভালোবাসা কিন্তু কমাতে পারেনি এতটুকুও। বৃষ্টি, ঠান্ডা বাতাস আর ৯-১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও জাতীয় দলের খেলা দেখতে যুক্তরাজ্যের এপ্রান্ত ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। তাদের হাতে জাতীয় পতাকা। পরনে জাতীয় দলের জার্সি। কেউ নিয়ে এসেছেন বাঙালির চিরায়ত ঐতিহ্য ঢোল। লক্ষ্য তাদের একটাই। গ্যালারি থেকে মাশরাফি বাহিনীকে উৎসাহ-অনুপ্রেরণা দেয়া। এখন পর্যন্ত ওভাল, কার্ডিফ, ব্রিস্টল, টন্টন- যেখানেই বাংলাদেশের খেলা ছিল সেখানেই মিরপুর বা চট্টগ্রামের স্টেডিয়ামের গ্যালারির আবহ তৈরি করে দিয়েছেন এই প্রবাসীরাই। তারই ধারাবাহিকতা নটিংহ্যামের ট্রেন্টব্রিজেও বহাল রাখলেন বাংলাদেশের সর্মথকরা। স্থানীয় সময় সকাল ৮টা বাজার আগেই স্টেডিয়ামের গেটে বিভিন্ন জায়গা থেকে জমতে শুরু করে বাংলাদেশিদের ঢল। নটিংহ্যামের প্রবাসীরাই শুধু নন। খেলা দেখতে দূর-দূরান্তের লন্ডন, ব্রিস্টল, টন্টন থেকেও হাজারখানেক বাংলাদেশি এসেছেন খেলা দেখতে। কেউ ভোরে যাত্রা করে সরাসরি মাঠে আবার কেউবা আগেই এসে উঠেছেন বন্ধু-বান্ধব বা স্বজনের বাসায়। সকাল থেকেই দল বেঁধে উপস্থিত হয়েছেন মাঠে।