ক্ষমা চাইলেন ওয়ার্নার

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ডেভিড ওয়ার্নার শুধু মাঠের লড়াইয়েই মারকুটে ব্যাটসম্যান নন। তার বিস্ফোরক ব্যাটিং আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয় নেট অনুশীলনেও। তার ব্যাট ছুঁয়ে আসা বল থেকে সাবধান থাকতে হয় বোলার, প্রতিপক্ষের অন্য ক্রিকেটার এমনকি গ্যালারির দর্শকদেরও। তার প্রমাণ তিনি রেখেছেন চলতি বিশ্বকাপেও। লন্ডনে অস্ট্রেলিয়ানদের অনুশীলনে তেমন অঘটনই ঘটিয়ে বসেন ওয়ার্নার। বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার ভারতের বিপক্ষে ম্যাচের ঠিক আগে। নেটে ব্যাটিংয়ের সময় এ তারকা অজি ওপেনারের ব্যাট থেকে উড়ে আসা শট আঘাত করে নেট বোলার জয় কিশান পস্নাজার মাথায়। অনাকাক্ষিত ঘটনার জন্ম দিয়ে ভড়কে গিয়ে ছিলেন ওয়ার্নার নিজেই। ভয় তো পাওয়ারই কথা- সে ঘটনার জেরে তিনদিন যে হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে ওই নেট বোলারকে। শন অ্যাবটের বাউন্সারে ২০১৪ সালে পরলোকে চলে যান অজি ক্রিকেটার ফিলিপ হিউজেস। সেই স্মৃতি ওয়ার্নারের ভয়টা বাড়িয়ে দিয়েছিল। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার পর শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে দেখা করে ২৩ বছর বয়সি নেট বোলার জয় কিশানকে অটোগ্রাফ সংবলিত একটি জার্সি উপহার দেন অস্ট্রেলিয়ার অন্যতম এ সেরা ব্যাটসম্যান। সঙ্গে দুঃখপ্রকাশও করেন ওয়ার্নার। এনিয়ে জয় কিশান বলেন, 'ওয়ার্নার আমার কাছে দুঃখ প্রকাশ করেন।' জয় কিশানের মায়ের কাছেও ক্ষমা চান ওয়ার্নার। নেট বোলার কিশান জানান সে তথ্য, 'ওয়ার্নার আমার মায়ের সঙ্গেও কথা বলেন। ঘটনার জন্য ক্ষমা চান। আমার মা তাকে শুভকামনা জানান।' ঘটনার বর্ণনা দিয়ে জয় কিশান বলেন, 'ফুল লেন্থের ইনসুইংগার ছিল বলটা। ওয়ার্নার খুব জোরে ব্যাট হাঁকাননি। কিন্তু ব্যাটে-বলে টাইমিং হয়েছিল খুব দুর্দান্ত। বলের দিকে দৃষ্টি ছিল আমার। দ্রম্নত আমার দিকে চলে আসে বলটা।' জয় কিশান জানান, চেষ্টা করেও নিজেকে সেভ করতে পারেননি, 'বল থেকে আত্মরক্ষার জন্য সরে যাওয়ার চেষ্টা করেছিলাম। কারণ এটা আমার চোখ বা নাকের দিকে আসছিল। কিন্তু শেষে বল আঘাত করে আমার মাথায়। সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাই। শুধু মনে আছে, সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল।'