মেসিকে বিশ্রামে পাঠানোর পরামর্শ কেম্পেসের

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১২:৫৮

ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেই যেন দমে যান লিওনেল মেসি। কোপা আমেরিকার এবারের আসরেও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। যে কারণে সাবেক তারকা ফুটবলার থেকে কোচদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন কিং লিও। তাদের মধ্যে মারিয়ো কেম্পেস দাবি তুলেছেন, মেসিকে কিছুদিনের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে বিশ্রাম দেয়া হোক। এখন পর্যন্ত চলতি কোপা আমেরিকায় দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। কিন্তু একটিতেও জিততে পারেনি দলটি। উল্টো একটিতে হার, অন্যটিতে করেছে ড্র। কোয়ার্টার ফাইনালে ওঠতে বাংলাদেশ সময় সোমবার সকালে কাতারের বিপক্ষে নামবে দলটি। ওই ম্যাচে জিতলেও রয়েছে অনেক 'যদি' এবং 'কিন্তু'। এই অবস্থায় আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারিয়ো কেম্পেস দাবি তুলেছেন, 'মেসিকে কিছুদিনের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে বিশ্রাম দিলে খারাপ হবে না। অন্য ছেলেরা খেলুক। আমার মনে হয় না এর চেয়ে খারাপ কিছু হবে।' আর্জেন্টিনা অধিনায়ককে কটাক্ষ করে কেম্পেস বলেছেন, 'মেসি না থাকলে কি হবে? কিছুই হবে না। সবাই বল পেলেই মেসিকে খোঁজে। ওদের নিজেদের উপর কোনো আত্মবিশ্বাসই নেই। মেসি না খেলে নতুন ছেলেরা খেললে সেটা ভালোই হবে।'