হ্যাটট্রিকের আনন্দে উড়ছেন শামি

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১২:৫৯

ক্রীড়া ডেস্ক
অথচ ম্যাচটা খেলারই কথা ছিল না তার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভুবনেশ্বর কুমার চোট পেতেই ভাগ্য খুলে গেল। জায়গা পেলেন আফগানিস্তানের বিপক্ষে। আর এবারের বিশ্বকাপে প্রথম সুযোগেই বাজিমাত। মোহাম্মদ শামি নিজেকে নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক পেলেন শামি। সব মিলিয়ে বিশ্বের দশম বোলার হিসেবে অনন্য এই মাইলফলক স্পর্শ করলেন এই পেসার। দ্বিতীয় বল ডট। তারপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে শামি ফেরালেন যথাক্রমে নবি, আফতাব আলম ও মুজিব উর রহমানকে। ব্যস, ১১ রানে ম্যাচ জয়ের সঙ্গে মেতে উঠেন হ্যাটট্রিক আনন্দে। দলকে জেতাতে পারবেন এমন আত্মবিশ্বাস ছিল শামির। শনিবার সাউদাম্পটনে আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না এই পেসারের। ম্যাচ শেষ হতেই জানাচ্ছিলেন, 'শেষ ওভারে দলকে জেতাতে ১৬ রান পেয়েছিলাম। একটাই কথা ভেবেছি, নিজের প্রতি বিশ্বাস রেখে ওভারটা করতে হবে।' সেই বিশ্বাসেরই জয় হয়েছে। যদিও সেটা সহজে হয়নি। প্রথম বলেই নবি বাউন্ডারি হাঁকালেন। কেমন লাগছিল তখন শামির? ভারতীয় এই পেসার জানালেন, 'বুঝতে পারছিলাম ওকে নন-স্ট্রাইকার প্রান্তে নিতে হবে। নবিকে স্ট্রাইক থেকে সরানোর চেষ্টা করছিলাম। নিজের প্রতি বিশ্বাস হারাইনি। প্রথম চারটা খাওয়ার পরেও নিজেকে বলেছি, বাকি রান তোলা সহজ হবে না। মনের জোরটা হারাইনি।'