প্রবাসীদের মিলনমেলা রোজ বোলেও

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে। পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সাথে হেরে যাওয়া এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় শঙ্কায় পড়ে গিয়েছিল টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন। সেই শঙ্কা এখনো আছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় আর আসরের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে হার না মানা মানসিকতার জন্যই এখনো দোলাচলে আছে বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার স্বপ্ন। যদিও অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে পারেনি মাশরাফি বাহিনী, কিন্তু ৩৮২ রান তাড়া করে মাত্র ৪৮ রানের পরাজয় মন জয় করে নিয়েছে ক্রিকেট বিশ্লেষক ও ভক্তদের। তবে, খেলার মাঠে টাইগার বাহিনী যে রকম পারফরম্যান্সই করুক, গ্যালারিতে বসে নিজের দেশকে সমর্থন দিতে কিন্তু প্রবাসীরা কখনোই পিছপা হননি। কার্ডিফ থেকে শুরু হয়েছে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। তারপর নানা মাঠ, নানা পথ ঘুরে সোমবার মাশরাফি বাহিনী যখন প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে সাউদাম্পটনের রোজ বোলের মাঠে নামে তখনো সমান তালে সমর্থন দিতে উপস্থিত হাজারও প্রবাসী বাঙালি। শুধু নিজের শহরে খেলা হলেই নয়, দূর-দূরান্তের শহরেও নিজেদের পকেটের কড়ি খরচ করে জাতীয় দলকে সমর্থন দিতে হাজির প্রবাসী বাঙালিরা। তাও কিন্তু খালি হাতে না। সাথে থেকেছে জাতীয় পতাকা, লাল-সবুজের জার্সি, রং-বেরঙের পস্ন্যাকার্ড-ফেস্টুন আর বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা ঢোল। আগের ম্যাচগুলোর ধারাবাহিকতায় এদিনও খেলা শুরুর অনেক আগে থেকেই স্টেডিয়ামের গেটে ঢল নামে বাংলাদেশের সমর্থকদের। শুধু প্রবাসী বাঙালিরাই নন, টাইগারদের সমর্থন দিতে মাঠে লাল-সবুজের আবরণে ঢেকে মাঠে হাজির অনেক বিদেশিরাও। স্টেডিয়ামের গেট সমর্থকদের জন্য উন্মুক্ত করার আগেই লাইন লেগে যায় তাদের। বিশ্বকাপে অবশিষ্ট ম্যাচগুলোতে কেমন করবে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা, সেমিফাইনালের দ্বৈরথে পৌঁছতে পারবে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটা বিষয় নিশ্চিত, যেখানেই বাংলাদেশ দলের খেলা, সেখানেই সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের ঘাটতি হবে না প্রবাসী বাঙালিদের কাছ থেকে। আর হবেই বা কীভাবে? দেশের প্রতি টান আর দেশের প্রতি ভালোবাসা কি কখনো কম হতে পারে!