আফগান অধিনায়ককে রুবেলের খোঁচা

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের সাথে খেলার আগে সর্বশেষ ম্যাচে ভারতের সঙ্গে দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। ব্যাটে-বলে চমৎকার পারফর্মেন্সে জয়ের খুব কাছাকাছিও চলে গিয়েছিল তারা। বিশেষত স্পিনারদের অসাধারণ পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল গুলবদিন নাইবদের। তাই হয়তো ভেবেছিল বাংলাদেশকে কুপোকাত করেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে আফগানিস্তান। কিন্তু টাইগারদের দাপুটে পারফরম্যান্স আফগান অধিনায়কের আশা শেষ করে দিয়েছে। ম্যাচ শেষে তাই নাইবকে খোঁচাটা দিতে ভুল করলেন না পেসার রুবেল হোসেন। রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক গুলবদিন নাইব বলেছিলেন বাংলাদেশকে নিয়েই নাকি ডুববেন। রোববারের সংবাদ সম্মেলনে বাংলাদেশকে উদ্দেশ করে তিনি বলেন, 'আমরা তো ডুবেছিই, এখন তোমাকে নিয়েই ডুবব হে প্রিয়!' সোমবার ম্যাচ শেষে বাংলাদেশের পেসার রুবেল হোসেন জানিয়ে দেন আফগানদের সাথে বিদায়ের মিছিলে শামিল হওয়ার আগ্রহ নেই বাংলাদেশের। টুইটারে নিজের একাউন্ট থেকে আফগান অধিনায়ককে ট্যাগ করে তিনি লেখেন, 'দুঃখিত বন্ধু, আমরা তোমাদের সঙ্গে যাওয়ার জন্য অতটা আগ্রহী না।' নাইব হয়তো মনে মনে আফসোসই করছেন। সেদিন এভাবে ইট না মারলে হয়তো পাটকেলটা খেতে হতো না তার।