ভারত ম্যাচের আগে পাঁচদিনের ছুটি

ইউরোপ ঘুরছেন সাকিব

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে আগামী ২ জুলাই টাইগারদের পরের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে ৮ দিনের লম্বা বিরতি। আপাতত ছুটির মেজাজেই সময় কাটবে টাইগারদের। ভারত ম্যাচের আগে লম্বা বিরতি থাকায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাঁচদিনের ছুটি দিয়েছে বিসিবি। সোমবারের ম্যাচ শেষে আনুষ্ঠানিক এক বার্তায় এ খবরটি জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ থেকে। সেই সুযোগে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান। পাঁচদিনের ছুটিতে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ করছেন সাকিব। দীর্ঘ দিন ২২ গজে ব্যস্ত সময় পার করায় এই ছুটি স্ত্রী উম্মে শিশির আহমেদ ও কন্যা আলায়না হাসান অব্রিকে উপহার দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে রয়েছেন সদ্য ইংল্যান্ড যাওয়া বাবা-মাও। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যরাও নিজেদের মতো করে কাটাতে পারবেন ছুটি। তবে কে কোথায় যাচ্ছেন তা এখনো নিশ্চিত হয়নি। ক্রিকেটারদের কয়েকজন সময়টাতে কাটাবেন লন্ডনে। ছুটির আগে পুরো দল মঙ্গলবার সাউদাম্পটন থেকে গেছে বার্মিংহামে। সেখানে চেক ইন করেই শুরু হবে ছুটি! সাকিব ছাড়া অন্যরা পাঁচদিন কীভাবে কাটাবেন সেটা সহসাই জানাবে বিসিবি। বার্মিংহামে ভারতের ম্যাচের আগে চাঙ্গা হতেই এখন ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, 'আগামী ২৯ জুন পর্যন্ত ছুটিতে থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। ৩০ জুন থেকে শুরু হবে ভারত বধের প্রস্তুতি।' রাবিদ আরও জানান, 'শুধু সাকিবই না। দলের অন্য সদস্যরাও ঘুরতে যেতে পারেন। তবে তারা কোথায় যাবেন, এখনো ঠিক করেননি। কে কীভাবে ছুটি কাটাবেন, তা শিগগিরই হয়তো জানাবেন।' কাগজে-কলমে ছুটি হলেও ঐচ্ছিক অনুশীলনে সবসময়ই সরব থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। বার্মিংহামেও ব্যতিক্রম হবে না তা নিশ্চিত করেই বলা যায়। কেননা পরের প্রতিপক্ষ যখন বিশ্ব আসরে টাইগারদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ভারত। ভারতের সঙ্গে বড় মঞ্চে বরাবরই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশের। তবে ২০০৭ সালের বিশ্বকাপের পর লড়াই জমালেও ভারত-বধ করতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। সেই আক্ষেপ এজবাস্টনে মেটাতে মরিয়া টিম টাইগার্স।