বুমরাহ বনাম কটরেল দ্বৈরথ

এবারের বিশ্বকাপে ভয় দেখাচ্ছে পেসাররা। আর নামটা যদি হয় জসপ্রিত বুমরাহ কিংবা শেল্ডন কটরেল তাহলে তো প্রতিপক্ষের কাঁপুনি ধরার জোগাড়। আসরের অন্যতম সফল বোলারও এ দু'জন। আজকের ম্যাচে ব্যাটে-বলের লড়াই ছাড়িয়ে দ্বৈরথ হতে পারে তাদেরও-

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দুইবারের বিশ্বকাপ জয়ী ভারত এবারের আসরে যাদের ঘিরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে তাদের মধ্যে প্রথমেই নাম আসবে তাদের বোলিংয়ের প্রধান ভরসা বুমরাহর। গত ম্যাচে আফগানদের বিপক্ষে রোহিত-ধোনিরা যখন ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি ছুটাতে ব্যর্থ ঠিক তখনি বোলিংয়ে দু্যতি ছড়িয়ে দলকে জিতিয়েছেন এই বুমরাহই। ভারতের বোলিং স্তম্ভ বুমরাহর বোলিং অ্যাকশন একেবারেই আলাদা। ওভারের পর ওভার দারুণ লাইন ও লেন্থ বজায় রেখে বল করতে পারেন তিনি। নির্ভুল ইয়র্কার দেয়ার অসামান্য দক্ষতা আছে। ছয় বছর আগে ভারতের সাবেক এবং আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচ জন রাইটের চোখে পড়েন বুমরাহ। এরপর এ ক'বছরে বিশ্বের সেরা বোলার হয়ে উঠেছেন। এখন আইসিসি ওডিআই বোলিংর্ যাংকিংয়ে এক নম্বরে তিনি। তাই আরেকবার ক্যারিবীয় বধে কোহলির প্রধান ভরসা বুমরাহতেই। অন্যদিকে, বিশ্বকাপের আগে থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছিলেন শেল্ডন কটরেল। বিশ্বকাপেও দারুণ ফর্মে এই পেসার। তার ছোঁ মেরে তালুবন্দি করা দুর্দান্ত ক্যাচটি এখনো টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ। জ্যামাইকার এই বাঁহাতি পেসার দরকারের সময় নিয়মিত উইকেট এনে দিয়েছেন দলকে। নিউজিল্যান্ড ম্যাচে দুই ওপেনারকেই শূন্য রানে ফেরত পাঠিয়ে কিউই ব্যাটিংকে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি। বল হাতে কার্যকর ভূমিকা রাখছেন দলের হয়ে। ভারতের বিপক্ষে কতটা কার্যকরী হতে পারবেন কটরেল তা সময়ই বলে দিবে। এই দুই দলের লড়াইয়ে দ্বৈরথটা হতে পারে এ দু'জনের মধ্যেও।