কঠিন হলেও সেমিতে খেলা সম্ভব : অসীম গোপ

বাংলাদেশ জাতীয় হকি দলের গোলরক্ষক অসীম গোপ। হকির এই তারকা খেলোয়াড়ও এখন মজেছেন বিশ্বকাপ ক্রিকেটের প্রেমে। নিয়মিতই উপভোগ করছেন ম্যাচগুলো। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। তার প্রত্যাশা এবার সেমিতে অনন্য তিন দলের সঙ্গে বাংলাদেশও থাকবে। বৃষ্টির বাধায় আর পয়েন্ট না হারিয়ে বাঘের মতো খেলে পয়েন্ট নিয়ে আরও সামনে এগিয়ে যাবে লাল-সবুজরা। মিডল অর্ডারের সঙ্গে ওপেনারদের ভালো পারফরম্যান্সই বাংলাদেশের উপর প্রত্যাশাটা আরও বাড়িয়ে দিয়েছে বলে তার অভিমত। দৈনিক যায়যায়দিনের প্রতিবেদক মাহবুবুর রহমানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অসীম গোপ জানালেন বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা। যাযাদি পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো-

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অসীম গোপ
ক্রীড়া প্রতিবেদক যাযাদি: বিশ্বকাপ ক্রিকেট দেখার সুযোগ পাচ্ছেন? অসীম: এবার প্রায় সব ম্যাচই দেখা হচ্ছে। নিয়মিতই ক্রিকেট দেখি। বিশেষ করে বাংলাদেশের ম্যাচ থাকলে তো কথাই নেই। যে করেই হোক দেখতে হবে। বাংলাদেশের মিডল অর্ডার তো আগেই ভালো ছিল। এখন ওপেনিংয়ে ভালো করায় প্রত্যাশাটা আরও বেড়ে গেছে। বাংলাদেশ যদি ৩০০ রানও করে তখন প্রত্যাশায় থাকি আর ৫০টা রান বেশি করবে। আমার মনে হয় আমার মতো বাংলাদেশের প্রতিটি সমর্থকই একই রকম চিন্তা করে। যাযাদি: তার মানে সেমিতে বাংলাদেশকে দেখার প্রত্যাশা আছে? অসীম: তা তো অবশ্যই। বাংলাদেশের বর্তমান দলটি আগের থেকে আরও বেশি ভালো মনে হয়। মুশফিক, সাকিব ভাইয়ের মতো ব্যাটসম্যান যেখানে আছে। নতুন ওপেনার লিটন, সৌম্যরাও ভালো করছে। তাদের আরও বেশি সুযোগ দেয়া হলে হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু পাওয়া যাবে তাদের থেকে। তাই আমি মনে করি এবারের বিশ্বকাপে অবশ্যই সেমিতে খেলার যোগ্যতা আছে বাংলাদেশের। একটু কঠিন হয়ে গেলেও সেটি অসম্ভব নয়। যাযাদি: বাংলাদেশ যদি সেমিতে খেলে তাহলে আর বাকি কোন তিন দল তাদের সঙ্গী হবে বলে আপনি মনে করেন? অসীম: এবার ইংল্যান্ড খুব ভালো করছে। এছাড়া অস্ট্রেলিয়া এবং ভারতের সেমিতে খেলার সম্ভাবনা আছে। যাযাদি: আপনার প্রিয় ক্রিকেটারদের তালিকায় কারা আছেন? অসীম: আগের ক্রিকেটারদের মধ্যে সচীন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড়। যখন থেকে বাংলাদেশ ক্রিকেটে ভালো করতে শুরু করেছে। খেলা বুঝতে শিখেছি। তখন থেকে নিজের দেশের খেলোয়াড়দেরই বেশি ভালো লাগে। বর্তমানে মুশফিক, সাকিব আল হাসানের খেলা খুব ভালো লাগে। বিশেষ করে সাকিব আল হাসানের ব্যক্তিগত পারফরম্যান্স এবার খুবই ভালো হচ্ছে। আশা করি উনি এবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হবেন। যাযাদি: এবারের বিশ্বকাপকে অনেকে মজা করে বলছেন 'বৃষ্টিকাপ'। বিশ্বকাপে বৃষ্টি হানা দেয়ার ব্যপারটাকে কিভাবে দেখছেন? অসীম: সত্যি বলতে বাংলাদেশের ক্রিকেটের শুরুর দিকে অস্ট্রেলিয়ার মতো কঠিন দলগুলোর বিপক্ষে আমরা আশায় থাকতাম কখন বৃষ্টি নামবে। এখন বৃষ্টি হলে আমরাই ক্ষতিগ্রস্ত হই। যেমন শ্রীলংকার বিপক্ষে ম্যাচটা খেলতে পারলে কিন্তু আমরা পুরো পয়েন্ট পেতে পারতাম। পয়েন্টটা বেশি হলে সেমিতে যাবার সম্ভাবনাটা আরও বেশি থাকত। এখন কিছুটা কঠিন হয়ে গেলেও আমার বিশ্বাস আমরা পাকিস্তানকে হারাতে পারব। বড় দু'একটা জয় পেলেই সেমিতে খেলা অনেকটাই নিশ্চিত হবে আমাদের। যাযাদি: আগে বড় দলের বিপক্ষে বৃষ্টি নামার প্রার্থনা করতেন। এখন বড় দলের বিপক্ষে খেলে বাংলাদেশ পয়েন্ট অর্জন করুক সেটাই চান। তার মানে তো আপনার দৃষ্টিতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে? অসীম: নিঃসন্দেহে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। আমার মতো হয়তো সবারই বাংলাদেশ দলের উপর ভরসা আছে। সেটা বাংলাদেশের খেলোয়াড়দের সেরা পারফরম্যান্সের জন্যই।